যুব দলের এই অর্জনে বড় ভূমিকা রাখেন দলটির লেগ স্পিন অলরাউন্ডার দেবাশীষ সরকার দেবা। লেগ স্পিনার হলেও সাকিব আল হাসানকে আদর্শ মানেন দেবা। বিশ্ব ক্রিকেটে বিরাট কোহলির ব্যাটিং সবচেয়ে বেশি ভালো লাগে তার।
ক্রিকফ্রেঞ্জিকে দেয়া সাক্ষাৎকারে দেবাশীষ বলেন, 'বিশ্বের সেরা অলরাউন্ডার একজনই আছে এখন। সাকিব আল হাসান ভাই। তো সাকিব ভাইয়ের সাথে যদি আমরা দেখা করতে পারি, তার কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারব। ব্যাটসম্যান হয়ে বা বোলার হয়ে বা অলরাউন্ডার হয়ে। কারণ তার কাছে দুইটা স্কিলই আছে এবং সে ওয়ার্ল্ড রাজত্ব করেছে তার দুই স্কিল দিয়েই।'
বল হাতে শেষ ১০ ম্যাচে পাঁচ উইকেট নিয়েছেন দেবা। ব্যাট হাতে প্রায়ই ক্যামিও খেলতে দেখা গেছে তাকে। ব্যাটিং এবং বোলিং মিলিয়ে বাংলাদেশ দলের জয়ে কার্যকরী অবদান রাখতে দেখা গেছে তাকে।
অনূর্ধ্ব-১৯ দলের জিম্বাবুয়ে সফরের জন্য বিসিবিকে ধন্যবাদ দেন দেবাশীষ, 'বিসিবিকে অবশ্যই ধন্যবাদ দিতে হয়। কারণ ওয়ার্ল্ড কাপে আমাদের বেশীরভাগ ম্যাচ জিম্বাবুয়েতে পড়েছে। সেই জায়গার উইকেট কেমন বা ওই জায়গার ওয়েদার কেমন, মাঠ কেমন হতে পারে, উইকেট কেমন আচরণ করতে পারে, এই জিনিসগুলো আমাদের অনেকটা ধারণা চলে আসছে এখন।'
বর্তমানে অসাধারণ লেগস্পিনার হলেও ক্যারিয়ারের শুরুটা অফস্পিন দিয়ে শুরু করেন দেবা। টাঙ্গাইলে নিজের স্থানীয় কোচের পরামর্শে লেগ স্পিন শুরু করেন তিনি। এরপর আর পিছে ফিরে তাকাতে হয়নি।
দেবাশীষ বলেন, 'আমি শুরু করি অফস্পিনার হিসেবে। অফস্পিনটা তেমন একটা ভালো ছিল না। পরে আমি স্যারের সাথে কথা বলি। স্যারকে বলেছিলাম যে, স্যার অফস্পিন ওরকম ভালো হচ্ছে না, তো আমি কি উইকেটরক্ষক হতে পারি? স্যার আমাকে তখন গালে একটা চড় মেরেছিল। পরে স্যার বলে যে, এটা সম্ভবই না কখনো। তারপর স্যারের পরামর্শে লেগ স্পিনের কাজ শুরু করি। স্যার অনেক হেল্প করেন আমাকে।'
কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্নের বোলিং সরাসরি দেখার সৌভাগ্য হয়নি দেবাশীষের। তবে বাবার পরামর্শে ইন্টারনেটে ওয়ার্নকে অনুসরণ করার চেষ্টা করেন দেবা। আর বর্তমানের স্পিনারদের মধ্যে রশিদ খানকে অনুসরণ করেন তিনি।
দেবাশীষ আরো বলেন, 'আমি ব্যাটিংয়ের দিক থেকে বিরাট কোহলিকে অনুসরণ করি। আর লেগ স্পিনিংয়ে আমার বাবা বলেছিল যে শেন ওয়ার্ন খুব ভালো বোলিং করতো। তো আমি শেন ওয়ার্নের খেলা ওইভাবে দেখি নাই যখন আমি ক্রিকেটটা শুরু করি। তো আমি ইউটিউবে দেখে দেখে আরকি দেখছি যে সে কেমন বোলিং করে, কীভাবে বোলিং করে। চেষ্টা করি তার মতো কিছুটা করার জন্য। এ ছাড়া রশিদ খানকে খুব ভালো লাগে।'