promotional_ad

বাকবিতণ্ডায় জড়ানো সিরাজ ও হেডকে আইসিসির শাস্তি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সংগৃহীত
অ্যাডিলেডে ভারতের বোলারদের বিপক্ষে রীতিমতো চাবুকের মতো ব্যাট চালাচ্ছিলেন ট্রাভিস হেড। জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ কিংবা রবিচন্দ্রন অশ্বিন কাউকে ছাড় দেননি বাঁহাতি এই ব্যাটার। ভারতকে পেলেই বিধ্বংসী হয়ে ওঠা হেড ডিপ স্কয়ার লেগের উপর দিয়ে ছক্কা মেরেছিলেন সিরাজের বলে। প্রতিশোধ নিতে পরের ডেলিভারিতে দারুণ এক ইয়র্কার করেছিলেন ডানহাতি এই পেসার।

promotional_ad

সিরাজের ইয়র্কার সামলাতে না পেরে ১৪০ রানের ইনিংস খেলে ফেরেন অস্ট্রেলিয়ার ব্যাটার। আউট করার পর সেলিব্রেশন করতে গিয়ে হাতে দিয়ে হেডকে ড্রেসিং রুমে ফেরার ইঙ্গিত করেছিলেন সিরাজ। যা নিয়ে ভারতের পেসারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন হেড। ক্রিকেট মাঠে প্রতিপক্ষের ক্রিকেটারকে ‘অসম্মান’ করে আচরণবিধি ভঙ করায় সিরাজ ও হেডকে শাস্তি দিয়েছে আইসিসি। 


ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, আইসিসির আচরণবিধির ২.৫ অনুচ্ছেদ ভঙ্গ করেছেন সিরাজ। যেখানে বলা আছে কোন ব্যাটার আউট হওয়ার পর তাকে এমন কিছু বলা যাবে না যা অবমাননাকর। অথবা এমন কিছুও বলা যাবে না যা ব্যাটারকে মেজাজ হারাতে উস্কে দেয়। অ্যাডিলেডে এমন ঘটনা ঘটানোর ফলে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে সিরাজকে।


promotional_ad

পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও দেয়া হয়েছে ভারতের তারকা পেসারকে। সবশেষ ২৪ মাসে প্রথমবারের মতো ডিমেরিট পয়েন্ট পাওয়ায় নিষেধাজ্ঞা পাওয়ার শঙ্কা নেই সিরাজের। এদিকে শাস্তি দেয়া হয়েছে হেডকেও। আচরণবিধির ২.১৩ অনুচ্ছেদ ভঙ্গ করায় এক ডিমেরিট পয়েন্ট পেয়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটার। সিরাজের মতো তাকেও নিষেধাজ্ঞার শঙ্কায় থাকতে হচ্ছে না। 


অনফিল্ড আম্পায়ার ক্রিস গাফানি এবং রিচার্ড ইলিংওর্থ, তৃতীয় আম্পায়ার রিচার্ড কেটেলবোরো ও চতুর্থ আম্পায়ার ফিলিপ গিলেস্পি তাদের দুজনের বিরুদ্ধে এমন অভিযোগ এনেছিলেন। ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালের কাছে নিজেদের ভুল শিকার করে শাস্তি মেনে নেয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।


পার্থে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে সুবিধা করতে না পারলেও বুমরাহ, সিরাজ এবং হার্শিত রানাদের দারুণ বোলিংয়ে ঘুরে দাঁড়িয়েছিল ভারত। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে লোকেশ রাহুল, যশস্বী জয়সাওয়াল ও বিরাট কোহলিরা মিলে বড় পুঁজি এনে দেন। সেটা তাড়া করতে না পারায় বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচেই জয় পায় ভারত। তবে অ্যাডিলেডে দিবা-রাত্রির টেস্টে ব্যাটিং ব্যর্থতায় হারতে হয়েছে সফরকারীদের। ৫ ম্যাচের টেস্ট সিরিজে ১-১ সমতায় দুই দল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: [email protected]
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball