নোয়াখালীর অধিনায়ক হওয়ার ইচ্ছে আছে সৌম্যর, তবে

বিপিএল
নোয়াখালীর অধিনায়ক হওয়ার ইচ্ছে আছে সৌম্যর, তবে
সৌম্য সরকার, ক্রিকফ্রেঞ্জি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলামের পর খালেদ মাহমুদ সুজন জানিয়েছিলেন, নোয়াখালী এক্সপ্রেসের অধিনায়ক হিসেবে সৌম্য সরকারকে দেখতে চান। এখনো আলোচনা না হলেও বিপিএলের আগামী আসরে নোয়াখালী ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক হতে রাজি আছেন সৌম্য। তবে অধিনায়কত্ব করলে নিজের খেলায় প্রভাব পড়বে কিনা সেটাও ভেবে মাথায় রাখছেন বাঁহাতি এই ওপেনার। অধিনায়কত্বের চেয়ে নিজের ব্যাটিংকে বেশি অগ্রাধিকার দিচ্ছেন তিনি।

বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে নোয়াখালী। গত ৩০ নভেম্বর রাজধানীর পাঁচতারকা হোটেলে নিলাম হয়েছে। নিলামের আগে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি দুজন করে স্থানীয় ও বিদেশি ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করার সুযোগ পায়। সেই সুযোগটা কাজে লাগিয়ে হাসান মাহমুদের পাশাপাশি সৌম্যকে দলে টানে নোয়াখালী।

২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বিপিএলে তাই নোয়াখালীর জার্সিতে খেলতে দেখা যাবে সৌম্যকে। বিপিএলের প্রথম আসর থেকেই নিয়মিত খেলছেন তিনি। এখনো পর্যন্ত ৮টি দলের ১০৩ ম্যাচে ১ হাজার ৬৪১ রান করেছেন। সাতটি হাফ সেঞ্চুরি করা বাঁহাতি ওপেনার ক্যারিয়ারসেরা অপরাজিত ৮৮ রানের ইনিংস খেলেছেন। এ ছাড়া বোলিংয়ে ২৫ উইকেট নিয়েছেন।

ব্যাটে-বলে পারফর্ম করলেও বিপিএলে সেভাবে অধিনায়কত্ব করতে দেখা যায়নি সৌম্যকে। এ ছাড়া ঘরোয়া ক্রিকেটেও অধিনায়কত্ব দেখা যায় না বাঁহাতি ব্যাটারকে। তবে প্রধান কোচ সুজনের চাওয়া, আগামী বিপিএলে নোয়াখালীর নেতৃত্বে থাকুক সৌম্য। বাঁহাতি ওপেনারেরও তাতে সায় আছে খানিকটা। তিনি যেভাবে ক্রিকেট খেলতে পছন্দ করেন সেটা করতে যদি সমস্যা না হয় তাহলে অধিনায়কত্ব করতে আপত্তি নেই তাঁর।

ক্রিকফ্রেঞ্জির সঙ্গে একান্ত আলাপে সৌম্য বলেন, ‘অধিনায়কত্ব করার তো অবশ্যই ইচ্ছে আছে। এখনো তাদের সঙ্গে কথা হয়নি। হ্যাঁ, অধিনায়কত্ব কে না করতে চাই। অবশ্যই সবাই করতে চায়। যদি মনে হয় অধিনায়কত্ব নিলে নিজের উপর চাপ হবে না বা আমি যেভাবে খেলি ওইভাবে খেলে অধিনায়কত্ব করা আমার জন্য চাপের হবে কিনা—এগুলো একটা জিনিস। আবার দলেরও দল চালানোর একটা ব্যাপার থাকে। ধরুন, আমি একটা দলকে চালাবো, তারা সেই জিনিসটা কীভাবে নেবে, এটাও একটা জিনিস। আমি চাইবো নিজে ফ্রিলি খেলার জন্য— এটা হচ্ছে প্রথম অগ্রাধিকার।’

ব্যাট হাতে সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে আছেন সৌম্য। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ওয়ানডেতে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন তিনি। কদিন আগে শেষ হওয়া জাতীয় ক্রিকেট লিগেও (এনসিএল) পারফর্ম করেছেন। টুর্নামেন্টের সর্বোচ্চ ৬৩৩ রান এসেছে বাঁহাতি ওপেনারের ব্যাট থেকে। একটা সেঞ্চুরির সঙ্গে চারটি হাফ সেঞ্চুরিও আছে সৌম্যর। বিপিএলেও সেই ছন্দ ধরে রাখতে চান তিনি।

বিপিএলে নোয়াখালীর হয়ে নিজের সেরাটা দিতে চান যাতে তারা সবসময় মনে রাখে। সৌম্য বলেন, ‘যেকোন দলে খেলতে গেলে তখন সেটা নিজেরই দল হয়ে যায়। দলকে নিজের করে নেয়ার চেষ্টা করব এবং নোয়াখালীবাসী যেন মনে রাখতে পারে এজন্য নিজের সেরাটা দেয়ার চেষ্টা করব।’

আরো পড়ুন: বিপিএল