সরাসরি

আইপিএল নিলাম ২০২৬ • আবুধাবি

নিলামে ডাকাই হলো না বাংলাদেশের ৭ ক্রিকেটারের ৫ জনকে।

আইপিএলের নিলামে ছিলেন বাংলাদেশের ৭ ক্রিকেটার। এর মধ্যে তোলা হয়েছিল কেবল দুজনের নাম। মুস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। নাম ডাকা হলেও কেউ আগ্রহ দেখায়নি তাসকিন আহমেদের প্রতি। আর শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, রাকিবুল হাসান, নাহিদ রানা ও তানজিম সাকিবের নাম ডাকাই হয়নি নিলামে।

আইপিএল নিলামে শেষ রাউন্ডে দল পেলেন ১০ ক্রিকেটার

একদম শেষ রাউন্ডে পৃথ্বী শকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। তাকে পেতে ৭৫ লাখ রুপি খরচ করেছে। দীপক হুদা দল পাননি শেষ পর্যন্ত। জেমি স্মিথও দল পর্যন্ত। স্পেন্সার জনসনও আনসোল্ড থাকেন শেষ মুহূর্তে। সানভির সিং দল পেয়েছেন জ্যাক ফক্সকে ৭৫ লাখে নিয়েছে চেন্নাই সুপার কিংস। টম বেন্টনকে ২ কোটি রুপিতে নিয়েছে গুজরাট টাইটান্স। কাইল জেমিসনকে কেউ কেনেনি।



অ্যাডাম মিলনেকে ২ কোটিতে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। ৭৫ লাখে কুলদীপ সেনকে দলে নেয় রাজস্থান রয়্যালস। ভিকি অস্তোয়ালকে ৩০ রুপিতে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পৃথ্বী রাজকে ৩০ রাখে নিয়েছে গুজরাট টাইটান্স। গুজরাট টাইটান্স নিয়েছে লুক উডকেও ৭৫ লাখ রুপি ছিল তার ভিত্তিমূল্য। ভিহান মালহোত্রাকে দলে নিয়েছে ৩০ লাখে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কৌশিক চৌহানকে দলে নিয়েছে বেঙ্গালুরু। কাইল জেমিসনকে শেষ ক্রিকেটার হিসেবে নেয় দিল্লি ক্যাপিটালস।

জস ইংলিসের দাম উঠল ৮ কোটি ৬০ লাখ

৩০ লাখ রুপি ভিত্তিমূল্য থাকা অথর্ভ তাইডেকে কেউ কেনেনি। রাজবর্দ্ধন হাঙ্গারেকারকেও কেনেনি কোনো ফ্র্যাঞ্চাইজি। মাইকেল ব্রেসওয়েলকে শেষ মুহূর্তেও কেউ কেনেনি। অস্ট্রেলিয়ার অলরাউন্ডার বেন ডারশুইসকে ৪ কোটি ৪০ লাখ রুপিতে পাঞ্জাব কিংস। ইংলিশ উইকেটরক্ষক ব্যাটার জর্ডান কক্সকে ৭৫ লাখ রুপিতে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ৮ কোটি ৬০ লাখে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস দলে নিয়েছে জস ইংলিসকে।



২ কোটি রুপিতে কলকাতায় মুস্তাফিজের সঙ্গী রাচিন

কলকাতা নাইট রাইডার্স ২ কোটি রুপিতে নিয়েছে রাচিন রবীন্দ্রকে। এরপর আকাশ দীপকেও দলে নিয়েছে কলকাতা। ২ কোটিতে ম্যাট হেনরিকে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। রাহুল চাহারকে দলে নিতে লড়াইয়ে নামে চেন্নাই সুপার কিংস ও পাঞ্জাব কিংস। শেষ পর্যন্ত ৫ কোটি ২০ লাখ রুপিতে রাহুলকে দলে নেয় চেন্নাই।






শেষ মুহূর্তে ১৩ কোটিতে বিক্রি হলেন লিভিংস্টোন

দ্বিতীয় এক্সেলারেশন রাউন্ডে ডাকা হয় জ্যাক ফ্রেজার ম্যাকগার্ককে। তবে তাকে তখনও কেউ নেয়নি। সরফরাজ খানকে ৭৫ লাখে নিয়ে নেয় চেন্নাই সুপার কিংস। পৃথ্বী শকেও কেউ দলে নেয়নি। দীপক হুদাও দল পাননি শেষ মুহূর্তে। লিয়াম লিভিংস্টোনকে শেষ মুহূর্তে ১৩ কোটি রুপিতে দলে নিয়েছে হায়দরাবাদ।







আইপিএল নিলামে অবিক্রিত তাসকিন

আইপিএল নিলামে অবিক্রিত থাকেন তাসকিন আহমেদ। তাকে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। এস্কেলারেশন রাউন্ডে তার নাম ওঠে। তবে দল পাননি তিনি।








আইপিএলে দল পেলেন মুস্তাফিজ

ম্যাথু শর্টকে দেড় কোটি রুপিতে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। ইংল্যান্ডের অলরাউন্ডার জর্ডান কক্স আইপিএলের নিলামে অবিক্রিত থাকেন। তাকে নিতে আগ্রহ দেখায়নি কেউ। অস্ট্রেলিয়ার জস ইংলিসকেও নেয়নি কেউ। টিম সেইফার্টকে দেড় কোটি রুপিতে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। কাইল জেমিসনও অবিক্রিত থাকেন। মুস্তাফিজকে দলে নিতে লড়াইয়ে নামে দিল্লি ও চেন্নাই। সাথে যোগ দেয় কলকাতা নাইট রাইডার্সও। শেষ পর্যন্ত তাকে ৯ কোটি ২০ লাখে দলে নিয়েছে কলকাতা।









৭ কোটিতে গুজরাটে হোল্ডার

রাহুল ত্রিপাঠিকে ৭৫ লাখে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। নিউজিল্যান্ডের অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল শেষ মুহূর্তেও অবিক্রিত থাকেন। জেসন হোল্ডারকে দলে নিয়েছে গুজরাট। তাকে নিতে লড়াই করেছে চেন্নাই ও গুজরাট। ৭ কোটিতে খরচ করতে হয়েছে গুজরাটের।










শেষ মুহূর্তে আইপিএলে দল পেলেন নিশাঙ্কা

৪৫ মিনিটের বিরতির পর শুরু হয় আইপিএলের এক্সেলারেশন রাউন্ড। সেখানে অবিক্রিত থাকেন সেদিকউল্লাহ অটল। সেখান থেকে পাথুম নিশাঙ্কাকে দলে নেয় দিল্লি ৪ কোটিতে। তাকে দলে নিতে লড়াইয়ে নেমেছিল দিল্লি ক্যাপিটালস ও কলকাতা নাইট রাইডার্স।











দল পেলেন আরও দুজন আনক্যাপড ক্রিকেটার

৩০ লাখ রুপিতে কার্তিক তিয়াগিকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। নামান তিওয়ারিকে ১ কোটিতে দলে নিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। ৯০ লাখে সুসান্থ মিশ্রকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। ৩০ লাখে ইয়াশ রাজ পাঞ্জাকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। প্রসান্ত সোলাঙ্কিকে ৩০ লাখে নিয়েছে কলকাতা। ভিগ্নেষ পুথুরকে ৩০ লাখে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস।












১৯ বছর বয়সী কার্তিক শর্মা, আইপিএল নিলামে কোটিপতি

শুভাঙ্ক কুমারের ভিত্তিমূল্য ছিল ৩০ লাখ। তাকে দলে ভেড়ায় সানরাইজার্স হায়দরাবাদ। এরপর কমলেশ নাগারকোটি থাকেন অবিক্রিত। সানভির সিংও থাকেন অবিক্রিত। উইকেটরক্ষক ব্যাটার কার্তিক শর্মাকে দলে নিতে ১৪ কোটি ২০ লাখ রুপি খরচ করতে হয় চেন্নাইকে। মুকুল চৌধুরীকে ২ কোটি ৪০ লাখ রুপিতে দলে নিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। তেজসভী সিংককে দলে নিয়েছে ৩ কোটিতে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আনক্যাপড পেসার অশোক শর্মাকে দলে নিয়েছে গুজরাট টাইটান্স। তাদের খরচ হয়েছে ৯০ লাখ রুপি।














৩০ লাখের অলরাউন্ডারকে নিতে চেন্নাইয়ের খরচ ১৪ কোটি ২০ লাখ

আনক্যাপড অলরাউন্ডার প্রশান্ত ভীরকে দলে নিতে লড়াইয়ে নামে সানরাইজার্স হায়দরবাদ ও চেন্নাই সুপার কিংস। মাত্র ৩০ লাখ রুপি ভিত্তিমূল্য থাকলেও তাকে দলে নিতে চেন্নাইয়ের খরচ করতে হয়েছে ১৪ কোটি ২০ লাখ রুপি।















৩০ লাখের অলরাউন্ডারকে দিল্লি নিল ৮ কোটি ৪০ লাখে

আনক্যাপড অলরাউন্ডারদের ক্যাটাগরি থেকে ৩০ লাখ রুপি ভিত্তিমূল্য ছিল আকিব দারের। তবে তাকে দলে নিতে রীতিমতো লড়াই করেছে দিল্লি এবং হায়দরাবাদ। তাকে ৮ কোটি ৪০ লাখে দলে নেয় দিল্লি ক্যাপিটালস।

















লক্ষ্ণৌতে নরকিয়া-রাজস্থানে বিষ্ণই, অবিক্রিত মুজিব

অবিক্রিত থাকেন স্পেন্সার জনসন। লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ২ কোটি রুপিতে দলে নিয়েছে এনরিখ নরকিয়াকে। আফগানিস্তানের ফজল হক ফারুকি অপরিবর্তিত থাকেন। রাহুল চাহার থাকেন অবিক্রিত। এরপর রবি বিষ্ণইকে ওঠানো হয় নিলামে। তাকে ৭ কোটি ২০ লাখ রুপিতে দলে নেয় রাজস্থান রয়্যালস। মাহিশ থিকশানা অবিক্রিত থাকেন আইপিএলের নিলামে। মুজিব উর রহমানও অবিক্রিত থাকেন। আকিল হোসেনকে ২ কোটিতে দলে নেয় চেন্নাই সুপার কিংস।


















১৮ কোটিতে আইপিএলে নতুন দলে পাথিরানা

ম্যাট হ্যানরিকে ২ কোটি রুপি ভিত্তিমূল্যে নিলামে ওঠানো হয়। তবে তাকে দলে নেয়নি কেউ। আকাশ দীপের ভিত্তিমূল্য থাকে ১ কোটি। তাকেও নেয়নি কেউ। ২ কোটি ভিত্তিমূল্য ছিল জ্যাকব ডাফিরও। তাকে ভিত্তিমূল্যেই দলে নেয় বেঙ্গালুরু। শিভম মাভির ভিত্তিমূল্য ছিল ৭৫ লাখে। তিনিও থাকেন অবিক্রিত। সাউথ আফ্রিকার পেস বোলার জেরাল্ড কোয়েতজির ভিত্তিমূল্য ছিল ২ কোটি। তিনিও অবিক্রিত থাকেন। শ্রীলঙ্কার মাথিশা পাথিরানার ভিত্তিমূল্য ছিল ২ কোটি। তাকে নিতে আগ্রহ দেখায় দিল্লি ক্যাপিটালস। এরপর যোগ দেয় লক্ষ্ণৌ সুপার জায়ান্টসও। তবে শেষ মুহূর্তে তাকে ১৮ কোটিতে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স।



















দিল্লিতে ডাকেট, কলকাতায় অ্যালেন

রহমান উল্লাহ গুরবাজকে কেউ দলে নেয়নি। জেমি স্মিথও থাকেন অবিক্রিত। ইংলিশ ব্যাটার বেন ডাকেটকে ২ কোটি রুপিতে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। ফিন অ্যালেনকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তাকে পেতে তাদের খরচ হয়েছে ২ কোটি।




















১ কোটিতে বিক্রি হলেন ডি কক

আইপিএল নিলামে অবিক্রিত থাকেন দীপক হুদা। কেএস ভারতও থাকেন অবিক্রিত। মাত্র ১ কোটি রুপিতে কুইন্টন ডি কককে নিয়ে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।





















আইপিএলে দল পেলেন হাসারাঙ্গা

দ্বিতীয় রাউন্ডে নিলামে অবিকৃত থাকেন গাস অ্যাটকিনসন এবং রাচিন রবীন্দ্র। ইংল্যান্ডের অলরাউন্ডার লিয়াম । লিভিংস্টোনকেও কোনো দল দলে নেয়নি। একই ভাগ্য বরন করতে হয় সাউথ আফ্রিকার অলরাউন্ডার উইয়ান মুল্ডার।























শ্রীলঙ্কার অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে নিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। এরপর ভেঙ্কাটেস আইয়ারকে নিতেও লড়াইয়ে নামে লক্ষ্ণৌ। তাদের সঙ্গে নিলামে যোগ দেয় গুজরাট। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও তাকে পেতে নিলামে যোগ দেয়। শেষ পর্যন্ত ৩ কোটি ৪০ লাখে তাকে দলে নেয় বেঙ্গালুরু। আর ৭ কোটিতে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।


২ কোটিতে বিক্রি হলেন মিলার

২ কোটিতে ডেভিড মিলারকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।
























আইপিএল নিলামে অবিক্রিত ম্যাকগার্ক

নিলামে শুরুতেই নাম উঠে জ্যাক ফ্রেঞ্জার ম্যাকগার্কের। তবে তাকে নিতে আগ্রহ দেখায়নি কেউ।

























কিছুক্ষণ পরেই শুরু হচ্ছে আইপিএলের নিলাম

২০২৬ সালের আইপিএল শুরু হতে পারে ২৬ মার্চ। ক্রিকবাজের এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। মিনি-নিলামের আগে প্রকাশিত ওই প্রতিবেদনে আরও বলা হয়, ফাইনাল ম্যাচ হওয়ার সম্ভাব্য তারিখ ৩১ মে। সব মিলিয়ে বরাবরের মতই টুর্নামেন্টটি চলতে পারে দুই মাসের একটু বেশি সময়।



























তবে আসরের উদ্বোধনী ম্যাচ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে হবে কি না, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বিসিসিআই। গত বছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শিরোপা উদযাপনের সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার পর স্টেডিয়ামটির কাছ থেকে আয়োজকত্ব প্রত্যাহার করা হয়। ওই ঘটনায় পদদলিত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছিল, এরপর থেকে চিন্নাস্বামীতে আর কোনো ম্যাচ আয়োজন হয়নি।


প্রতিবেদন অনুযায়ী, মিনি-নিলামের তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন আরও ১৯ জন ক্রিকেটার। এর ফলে নিলাম নিয়ে আগ্রহ আরও বেড়েছে বলে মনে করা হচ্ছে। নতুন সংযোজিত তালিকায় বেশ কয়েকজন পরিচিত মুখ রয়েছেন।


এই তালিকায় সবচেয়ে আলোচিত নামগুলোর একটি বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন। ভারতীয় টেস্ট দলে সুযোগ পেলেও এখনও অভিষেক না হওয়ায় তার নাম ঘিরে বাড়তি আলোচনা তৈরি হয়েছে। নিলামে তাকে নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ থাকবে কিনা তা নিয়ে অবশ্য নিশ্চিত নয়।


আজ (১৬ ডিসেম্বর) আবুধাবির এতিহাদ অ্যারেনায় অনুষ্ঠিত হবে আইপিএল মিনি-নিলাম। সেখানে মোট ৩৬৯ জন ক্রিকেটারকে তোলা হবে নিলামে। প্রতিটি দল সর্বোচ্চ ২৫ জনের স্কোয়াড পূরণ করলে, নিলাম থেকে সর্বোচ্চ ৭৭ জন ক্রিকেটার দল পেতে পারেন।


নিলামে বিশেষ নজর থাকবে ক্যামেরন গ্রিনের দিকে। অস্ট্রেলিয়ান এই অলরাউন্ডারকে দলে নিতে কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংসের মধ্যে প্রতিযোগিতা হতে পারে বলে মনে করা হচ্ছে, যা নিলামের অন্যতম আকর্ষণ হয়ে উঠতে পারে।