কোচিং ক্যারিয়ারে গ্লুচেস্টারশায়ারের কোচ হিসেবে কাজ করেছেন তিনি। ক্রিকেটার থাকাকালীন দলটির বিদেশি ক্রিকেটার হিসেবেও খেলেছেন হার্ভে। জাতীয় দলের হয়ে ৭৩ ওয়ানডেতে ৮৫ উইকেট নিয়েছেন সাবেক পেস বোলিং অলরাউন্ডার। ব্যাটিংয়ে করেছিলেন ৭১৫ রান। ২০০৩ সালে সাউথ আফ্রিকায় বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া। সেই দলের অংশ ছিলেন তিনি।
টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেকে আলাদা করে চিনিয়েছিলেন হার্ভে। ইয়র্কার, দারুণ সব স্লোয়ারের পাশাপাশি বৈচিত্র্যময় বোলিংয়ে বেশ সুনাম কুড়িয়েছিলেন। শেষের দিকে আক্রমণাত্বক ব্যাটিং করতে পারায় অলরাউন্ডার হিসেবে নিজের জায়গা তৈরি করেছিলেন হার্ভে। ৫৪ টি-টোয়েন্টি খেলে পেস বোলিংয়ে ৫২ উইকেট নিয়েছিলেন। ব্যাটিংয়ে করেছিলেন ১ হাজার ৪৭০ রান।
২০০৩ সালে প্রথম ব্যাটার হিসেবে ইংল্যান্ডের টি-টোয়েন্টি কাপে সেঞ্চুরি করেছিলেন হার্ভে। পরবর্তীতে ২০০৭ সালে ইন্ডিয়ান ক্রিকেট লিগের (আইসিএল) প্রথম আসরের প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছিলেন তিনি। আগামী বিশ্বকাপে পেসারদের উন্নতির জন্য অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী সাবেক অলরাউন্ডারকে দায়িত্ব দিয়েছে নেপাল।
বিশ্বকাপে ‘সি’ গ্রুপে রয়েছে রোহিত পাউডেলরা। ৮ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়েতে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নেপাল বিশ্বকাপ মিশন শুর করবে। একই মাঠে ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ও ইতালির বিপক্ষে নেপাল। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেললেও কোন ম্যাচ জিততে পারেনি তারা। যদিও বাংলাদেশ ও সাউথ আফ্রিকার বিপক্ষে জয়ের সুযোগ তৈরি করেছিল নেপাল।