কামিন্স-হ্যাজেলউডদের নিয়েই অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াড

অস্ট্রেলিয়া ক্রিকেট
জশ হ্যাজেলউড ও প্যাট কামিন্স, ফাইল ফটো
জশ হ্যাজেলউড ও প্যাট কামিন্স, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর গত দেড় বছরে অস্ট্রেলিয়ার হয়ে কোনো টি-টোয়েন্টি খেলেননি প্যাট কামিন্স। জশ হ্যাজেলউড ও টিম ডেভিড অবশ্য এই সংস্করণে নিয়মিত ছিলেন। তবে বর্তমানে তিনজনই চোটের কারণে মাঠের বাইরে। তা সত্ত্বেও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে এই তিন ক্রিকেটারকে রাখার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ার ম্যানেজমেন্ট।

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দলে কামিন্স, হ্যাজেলউড ও ডেভিডকে রাখা হচ্ছে বলে নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। শুক্রবারের মধ্যে সব দলকে স্কোয়াড ঘোষণা করতে হবে, তবে ৩১ জানুয়ারি পর্যন্ত কোনো কারণ ছাড়াই দলে পরিবর্তনের সুযোগ থাকছে, যা কাজে লাগাতে চায় অস্ট্রেলিয়া।

কামিন্সকে ঘিরে পরিকল্পনার কথা জানিয়ে ম্যাকডোনাল্ড বলেন, 'চার সপ্তাহ পর নাগাদ আরেক দফা স্ক্যান করানো হবে প্যাটের। তখনই আমরা বুঝতে পারব সে বিশ্বকাপে থাকবে কি না। আপাতত ১৫ জনের স্কোয়াডে তাকে রাখা হচ্ছে, এরপর সময় অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হবে।'

ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি। অস্ট্রেলিয়া তাদের প্রথম ম্যাচ খেলবে ১১ ফেব্রুয়ারি, আয়ারল্যান্ডের বিপক্ষে। এরপর জিম্বাবুয়ে এবং ১৬ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার মুখোমুখি হবে তারা। কোচের ভাষায়, 'বিশ্বকাপ শুরুর আগ পর্যন্ত এখনও যথেষ্ট সময় আছে। সেই সময়ের মধ্যে সবাই ফিট হয়ে উঠবে বলেই আমরা আশাবাদী।'

চলতি অ্যাশেজে মাত্র একটি টেস্ট খেলেছেন কামিন্স। পিঠের চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার পর অ্যাডিলেডে এক টেস্টে ফিরে ছয় উইকেট নেন তিনি। সিরিজ জয় নিশ্চিত হওয়ায় এরপর আর ঝুঁকি নেয়নি দল।

হ্যাজেলউড পুরো অ্যাশেজ থেকেই ছিটকে যান হ্যামস্ট্রিং ও একিলিসের চোটে। তবে চলতি বছর টি-টোয়েন্টিতে তার পারফরম্যান্স ছিল দারুণ। ভারত সফরে সর্বশেষ ম্যাচে তিন উইকেট নিয়ে ম্যাচ-সেরা হন তিনি। ম্যাকডোনাল্ডের বিশ্বাস, 'জশ বোলিংয়ে ফিরছে। নির্ধারিত সময়ের মধ্যেই ও উপযুক্ত অবস্থায় থাকবে বলে মনে হচ্ছে।'

এদিকে টিম ডেভিডের চোট নিয়ে কিছুটা বেশি সতর্ক অস্ট্রেলিয়া। বিগ ব্যাশে হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠ ছাড়তে হয়েছে তাকে। স্ক্যানের পর চূড়ান্ত ধারণা মিলবে। তবে কোচ আশাবাদী, 'সমস্যাটা পেশিতে না টেন্ডনে, সেটা জানার পর সময় বোঝা যাবে। আমার ধারণা, হাতে যে সময় আছে, তাতে ওকে পাওয়া সম্ভব।'

বিশ্বকাপের আগে জানুয়ারির শেষ দিকে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রস্তুতি নেবে অস্ট্রেলিয়া।

আরো পড়ুন: