কিউইদের বিপক্ষে প্রথম ৩ ম্যাচে নেই তিলক
এক মাস পরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। যেকোনো বিশ্ব আসরের আগেই ক্রিকেটারদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে দেখা যায়। তবুও অনেক ক্রিকেটার এমন সময় ইনজুরিতে পড়েন। তা চিন্তার কারণ হয়ে দাঁড়ায় দলগুলোর জন্য। এমনটাই হয়েছে ভারতের ক্ষেত্রে। দলটির অলরাউন্ডার তিলক ভার্মা নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম তিনটি টি-টোয়েন্টিতে খেলতে পারবেন না।