২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সাউথ আফ্রিকার পেস ইউনিটকে নেতৃত্ব দেবেন তিনিই। ডানহাতি পেসারের সঙ্গে পেস ইউনিটে আছেন অ্যানরিখ নরকিয়া, মার্কো জানসেন, কর্বিন বশ, লুঙ্গি এনগিডি এবং কিউনা মাফাকা। স্পিনে কেশভ মহারাজের সঙ্গে আছেন জর্জ লিন্ডে। এ ছাড়া দলের প্রয়োজনে অফ স্পিন করতে পারেন অধিনায়ক এইডেন মার্করাম ও ডনোভান ফেরেইরা।
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন মাফাকা, বশ, ডেওয়াল্ড ব্রেভিস, টনি ডি জর্জি, জেসন স্মিথ, জর্জ লিন্ডে এবং ডনোভান ফেরেইরা। অবসর ভেঙে ফেরা কুইন্টন ডি কক আছেন বিশ্বকাপ দলে। ২০২৪ সালের জুনে ভারতের সঙ্গে বিশ্বকাপ ফাইনাল খেলা একাদশ থেকে স্কোয়াডে আছেন ডেভিড মিলার, মহারাজ, জানসেন এবং নরকিয়া।
সেই বিশ্বকাপের ফাইনাল খেলা হেনরিখ ক্লাসেনের খেলা হচ্ছে না আগামী ফেব্রুয়ারি-মার্চে হতে যাওয়া টুর্নামেন্টে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ক্লাসেন। এ ছাড়া বাদ পড়েছেন রিজা হেনড্রিক্স, ট্রিস্টিয়ান স্টাবস, ওটিনিয়েল বার্টম্যান, জেরাল্ড কোয়েতজি, বিজর্ন ফরটুইন এবং তারবাইজ শামসি। গত এক মাস থেকে মাঠের বাইরে থাকলেও বিশ্বকাপ দলে আছেন ডি জর্জি।
সাউথ আফ্রিকার হয়ে মাত্র পাঁচটি টি-টোয়েন্টি খেলা স্মিথ সুযোগ পেয়েছেন বিশ্বকাপে। সম্প্রতি ক্রিকেট সাউথ আফ্রিকা টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ডলফিনসের হয়ে মাত্র ১৯ বলে ৬৮ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এ ছাড়া এসএ টোয়েন্টিতে ডারবান সুপার জায়ান্টসের বিপক্ষে ১৪ বলে করেছেন ৪১ রান। ব্যাটিংয়ের পাশাপাশি পেস বোলিংও করতে পারেন স্মিথ। যদিও অক্টোবরের পর থেকে বোলিং করেননি তিনি।
এমআই কেপটাউনের কোচ রবিন পিটারসন নিশ্চিত করেছেন টুর্নামেন্ট এগোনোর সাথে সাথে বোলিংয়ে ফিরতে পারেন স্মিথ। বিশ্বকাপে যাওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে সাউথ আফ্রিকা। বিশ্বকাপে সাউথ আফ্রিকার প্রতিপক্ষ হিসেবে রয়েছে কানাডা, আফগানিস্তান, নিউজিল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরাত।
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সাউথ আফ্রিকার স্কোয়াড— এইডেন মার্করাম (অধিনায়ক), কর্বিন বশ, ডেওয়াল্ড ব্রেভিস, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, ডনোভান ফেরেইরা, মার্কো জানসেন, জর্জ লিন্ডে, কেশভ মহারাজ, কিউনা মাফাকা, ডেভিড মিলার, লুঙ্গি এনগিদি, অ্যানরিখ নরকিয়া, কাগিসো রাবাদা এবং জেসন স্মিথ।