নিলামের আগে দ্য হান্ড্রেডের ৮ দলের স্কোয়াডে আছেন যারা

দ্য হান্ড্রেড
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রথম কয়েক আসরে ড্রাফট হলেও দ্য হান্ড্রেডের আগামী মৌসুমে প্রথমবারের মতো নিলাম দেখা যাবে। চলতি বছরের মার্চের দিকে অনুষ্ঠিত হবে পারে নিলামে। টুর্নামেন্টের মান বাড়ানোর পাশাপাশি জমজমাট করতে দলগুলোর মালিকানা বিক্রি করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আইপিএলের ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদের মালিকানায় আছে সান গ্রুপ। একই প্রতিষ্ঠান দ্য হান্ড্রেডে নর্দার্ন সুপারচার্জার্সের মালিকানা কিনে নিয়েছে।

টুর্নামেন্টের আগামী আসর থেকে সানরাইজার্স লিডস নামে খেলবে ফ্র্যাঞ্চাইজিটি। মুম্বাই ইন্ডিয়ান্সের মালিকানায় থাকা আম্বানি পরিবার কিনে নিয়েছে ওভাল ইনভিন্সিবলস। আইপিএলের পাঁচবারের চ্যাম্পিয়নরা দ্য হান্ড্রেডে খেলবে এমআই লন্ডন নাম নিয়ে। ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্টে দল কিনেছে সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি গ্রুপ। ম্যানচেস্টার অরিজিনালস থেকে তাদের নাম হয়েছে ম্যানচেস্টার সুপার জায়ান্টস।

নিলামের আগে নারী ও পুরুষ ক্রিকেটারদের বেতন কাঠামো পরিবর্তন করা হয়েছে। প্রতিটি ক্যাটাগরিতেই পারিশ্রমিক বাড়ানো হয়েছে। মার্চে নিলাম হলেও দল গোছাতে ব্যস্ত সময় পার করছে ফ্র্যাঞ্চাইজিরা। ৮ দল মিলে মোট ৩১ জন ক্রিকেটার চুক্তিবদ্ধ হয়েছেন। তাদের কাউকে রিটেইন করা হয়েছে আবার কাউকে সরাসরি চুক্তিতে দলে নেয়া হয়েছে। ওয়েলস ফায়ারে একমাত্র ইংলিশ ক্রিকেটার হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন ফিল সল্ট।

বাকি সাত দলেই দুজন করে ইংল্যান্ডের ক্রিকেটার আছেন। বিদেশি ক্রিকেটারদের মধ্যে দল পেয়েছেন মিচেল ওয়েন, ডনোভান ফেরেইরা, অ্যাডাম জাম্পা, ডেওয়াল্ড ব্রেভিস, নূর আহমেদ, হেনরিখ ক্লাসেন, রশিদ খান, নিকোলাস পুরান, মার্কাস স্টইনিস, ট্রিস্টিয়ান স্টাবস, নাথান এলিস, মিচেল মার্শ, টিম ডেভিড, মিচেল স্যান্টনার, মার্কো জানসেন এবং রাচিন রবীন্দ্র।

নিলামের আগে দ্য হান্ড্রেডের স্কোয়াড:

বার্মিংহাম ফিনিক্স— রেহান আহমেদ, জ্যাকব বেথেল, ডনোভান ফেরেইরা (সাউথ আফ্রিকা) এবং মিচেল ওয়েন (অস্ট্রেলিয়া)।

লন্ডন স্পিরিট— ডেওয়াল্ড ব্রেভিস (সাউথ আফ্রিকা), লিয়াম লিভিংস্টোন, জেমি ওভারটন এবং অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া)।

ম্যানচেস্টার সুপার জায়ান্টস— নূর আহমেদ (আফগানিস্তান), জস বাটলার, লিয়াম ডওসন এবং হেনরিখ ক্লাসেন (সাউথ আফ্রিকা)।

এমআই লন্ডন— স্যাম কারান, উইল জ্যাকস, রশিদ খান (আফগানিস্তান) এবং নিকোলাস পুরান (ওয়েস্ট ইন্ডিজ)।

সাউদার্ন ব্রেভ— জফরা আর্চার, জেমি স্মিথ, মার্কাস স্টইনিস (অস্ট্রেলিয়া) এবং ট্রিস্টিয়ান স্টাবস (সাউথ আফ্রিকা)।

সানরাইজার্স লিডস— হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, নাথান এলিস (অস্ট্রেলিয়া), মিচেল মার্শ (অস্ট্রেলিয়া)।

ট্রেন্ট রকেটস— টম ব্যান্টন, টিম ডেভিড, বেন ডাকেট এবং মিচেল স্যান্টনার (নিউজিল্যান্ড)।

ওয়েলস ফায়ার— মার্কো জানসেন (সাউথ আফ্রিকা), রাচিন রবীন্দ্র (নিউজিল্যান্ড) এবং ফিল সল্ট। (একটি সাইনিং এখনো বাকি)।

আরো পড়ুন: