দলটিতে ফ্লাওয়ারের সহকারী হিসেবে ছিলেন মুরস। এবার তাকে পদোন্নতি দিয়ে প্রধান কোচের দায়িত্ব দিয়েছে দলটি। দলটির মালিকানায় কদিন আগেই এসেছে নতুন প্রতিষ্ঠান। চলতি বছরের শুরুর দিকে প্রাইভেট ইক্যুইটি প্রতিষ্ঠান কেইন ও অ্যারেস দলটির ৪৯ শতাংশ মালিকানা কিনে নিয়েছে।
কোচ হিসেবে বেশ অভিজ্ঞই বলা চলে মুরসকে। তিনি নটিংহ্যামশায়ারের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি বিগ ব্যাশের দল মেলবোর্ন স্টার্সের কোচ হিসেবে কাজ করেছেন তিনি। পিএসএলেও একটি ফ্যাঞ্চাইজির প্রধান কোচের দায়িত্বে ছিলেন তিনি।
নতুন দায়িত্ব নিয়ে মুরস বলেন,'এখন রকেটসের দায়িত্ব নেয়ার দারুণ সময় মনে হচ্ছে, আর এই দলের নেতৃত্ব দেয়ার সুযোগ পেয়ে আমি ভীষণ আনন্দিত। অ্যান্ডি ফ্লাওয়ারের গড়ে তোলা শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়িয়ে আরও এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ হিসেবে আমি এটিকে দেখি।'
তিনি আরও বলেন, 'দ্য হান্ড্রেডে নতুন বিনিয়োগ ও যে উদ্দীপনা আসছে বিশেষ করে রকেটসের নতুন মালিকানা এসবই সময়টাকে আরও উল্লেখযোগ্য করে তুলেছে। আসন্ন নিলামের দিকেও তাকিয়ে আছি, যেখানে আমরা স্কোয়াডকে যতটা সম্ভব শক্তিশালী করার চেষ্টা করব, যেন সাফল্যের লক্ষ্যে এগিয়ে যেতে পারি।'
২০২৫ সালের পুরুষদের দ্য হান্ড্রেডে রকেটস রানার্স-আপ হয়েছিল। ফাইনালে তারা হেরে যায় তিনবারের চ্যাম্পিয়ন ওভাল ইনভিন্সিবলসের কাছে। অন্যদিকে নটিংহ্যামশায়ার কাউন্টি চ্যাম্পিয়নশিপ জেতে তার অধীনেই। মুরস তিন ভিন্ন কাউন্টি দলকে শিরোপা জেতানো প্রথম কোচ হিসেবে রেকর্ড গড়েছেন।