বিপিএলে ঢাকা পর্বের টিকিটের মূল্য তালিকা প্রকাশ

বিপিএল
বিসিবি
বিসিবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
২৬ ডিসেম্বর সিলেট পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরের। ১২ ম্যাচ শেষে বিপিএল যাওয়ার কথা ছিল চট্টগ্রামে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে একদিনের ম্যাচ স্থগিত করায় বিপাকে পড়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমন পরিস্থিতিতে চট্টগ্রামে বিপিএল না নেয়ার সিদ্ধান্ত নেয় তারা।

নতুন সূচিতে চট্টগ্রামের বিপিএল ম্যাচগুলো সিলেটেই আয়োজনের সিদ্ধান্ত বিপিএল গভর্নিং কাউন্সিল। নতুন সূচিতে ২৬ ডিসেম্বর থেকে সেখানেই হচ্ছে বিপিএলের সব ম্যাচ। ১২ জানুয়ারিও দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচ দুইটি শেষেই ঢাকায় আসবে দলগুলো। খেলা না থাকায় ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছে চট্টগ্রাম রয়্যালস।

১৫ জানুয়ারি থেকে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বিপিএলের ঢাকা পর্ব। এলিমিনেটর, কোয়ালিফায়ার এবং ফাইনালসহ মিরপুরে হবে ১০ ম্যাচ। ঢাকা পর্ব শুরুর আগে টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বিসিবি। যেখানে টিকিটের দাম ধরা হয়েছে সর্বনিম্ন ২০০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার টাকা। একটি টিকিটেই একদিনের দুইটি ম্যাচ দেখতে পারবেন ক্রিকেট সমর্থকরা।

সর্বনিম্ন ২০০ টাকা ধরা হয়েছে ইস্টার্ন গ্যালারির টিকেটের মূল্য। এ ছাড়া নর্দার্ন গ্যালারি ও শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের টিকিটের দাম রাখা হচ্ছে ৩০০ টাকা। ক্লাব হাউজের শহীদ জুয়েল স্ট্যান্ড ও শহীদ মুশতাক স্ট্যান্ডে বসে খেলা দেখতে চাইলে ৫০০ টাকা খরচ করতে হবে তাদের। ক্লাব হাউজের দক্ষিণ পাশে মুশতাক স্ট্যান্ডে আছে জিরো ওয়েস্ট জোনের ব্যবস্থাও।

সেখানে বসে বিপিএলের ম্যাচ দেখতে চাইলে ৬০০ টাকা খরচা করতে হবে। ইন্টারন্যাশনাল গ্যালারি ৮০০ ও ইন্টারন্যাশনাল লাউঞ্জের টিকিটের মূল্য ১ হাজার টাকা। সবচেয়ে বেশি ২ হাজার টাকা খরচ হবে গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখতে চাইলে। ১২ জানুয়ারি থেকে ঢাকা পর্বের টিকিট কিনতে পারবেন সমর্থকরা। টিকিট পাওয়া যাবে www.gobcbticket.com.bd লিংকে।

গ্যালারিটিকিটের মূল্য
ইস্টার্ন গ্যালারি২০০
নর্দার্ন গ্যালারি৩০০
শহীদ আবু সাঈদ স্ট্যান্ড৩০০
শহীদ জুয়েল স্ট্যান্ড৫০০
শহীদ মুশতাক স্ট্যান্ড৫০০
শহীদ মুশতাক স্ট্যান্ড (জিরো ওয়েস্ট জোন)৬০০
ইন্টারন্যাশনাল গ্যালারি৮০০
ইন্টারন্যাশনাল লাউঞ্জ১০০০
গ্র্যান্ড স্ট্যান্ড২০০০

আরো পড়ুন: