বিপিএল থেকে ছিটকে গেলেন রসিংটন

বিপিএল
বিসিবি
বিসিবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বিপিএলের চলতি আসরে এখনো পর্যন্ত সাত ম্যাচের পাঁচটিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে চট্টগ্রাম রয়্যালস। ফ্র্যাঞ্চাইজিটির এমন সাফল্যে অন্যতম কারিগর অ্যাডাম রসিংটন। তবে আঙুলের চোটে মাঝ পথেই বিপিএল ছাড়তে হচ্ছে ইংলিশ ব্যাটারকে। ১১ জানুয়ারি বিপিএল ছেড়ে ইংল্যান্ডে ফিরে যাবেন রসিংটন। ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছেন নাফিস ইকবাল।

টুর্নামেন্টে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি রানের মালিক রসিংটন। চট্টগ্রামের জার্সিতে ছয় ম্যাচ খেলে ৬৪.৫০ গড়ে ২৫৮ রান করেছেন ডানহাতি এই ওপেনার। ছয় ম্যাচের তিনটিতে হাফ সেঞ্চুরিও করেছেন তিনি। ব্যাট হাতে দারুণ ছন্দে থাকা রসিংটন রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচে আঙুলে চোট পেয়েছেন।

সহসায় সেরে ওঠার সম্ভাবনা না থাকায় বিপিএল ছাড়তে হচ্ছে তাকে। ডানহাতি ব্যাটার ছিটকে যাওয়ায় বিপাকে পড়তে হচ্ছে চট্টগ্রামকে। কারণ নাইম শেখের সঙ্গে রসিংটনের উদ্বোধনী জুটি জমে উঠেছিল। রসিংটনের বদলি নেয়ার চেষ্টা করছে ফ্র্যাঞ্চাইজিটি। যদিও কাকে নিয়ে আসবেন সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রসিংটনের চোট নিয়ে নাফিস বলেন, ‘হ্যাঁ, রসিংটন একটু চোটে পড়েছেন। এজন্য বিপিএলের বাকি অংশে সে খেলতে পারবে না। কালই সে দেশে ফিরে যাবে। তাঁর বিকল্প নিয়ে আমরা ভাবছি।’

বিপিএল শুরুর একদিন আগে চট্টগ্রামের মালিকানা ছেড়ে দেয় ট্রায়োঙ্গল সার্ভিসেস। টুর্নামেন্ট চালিয়ে নিতে ফ্র্যাঞ্চাইজির মালিকানা নেয় বিসিবি। টাল-মাটাল অবস্থা থাকলেও মাঠের ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করছেন শেখ মেহেদী-শরিফুল ইসলামরা। সিলেট পর্বের খেলা শেষ হওয়ায় ঢাকায় ফিরেছে চট্টগ্রাম। ১১ জানুয়ারি থেকে মিরপুরে অনুশীলন করার কথা রয়েছে তাদের।

আরো পড়ুন: