সেই দায়িত্বেও বেশিদিন থাকতে পারলেন না বাশার। টুর্নামেন্ট শুরুর একদিন আগে আর্থিক সঙ্কটে চট্টগ্রামের মালিকানা ছেড়ে দেয়ার কথা জানিয়ে বিসিবিতে চিঠিতে দেয় ট্রায়াঙ্গল সার্ভিসেস। টুর্নামেন্ট চালু রাখতে তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির মালিকানা নেয় বিসিবি। এমন অবস্থায় চট্টগ্রাম দলের মেন্টর হিসেবে দায়িত্ব দেয়া হয় বাশারকে।
মেন্টরের দায়িত্ব নিতে টেকনিক্যাল কমিটি থেকে পদত্যাগ করেন তিনি। বাশারের রেখে যাওয়া জায়গায় মিনহাজুল আবেদিন নান্নুকে যুক্ত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। বাংলাদেশের সাবেক প্রধান কোচকে টেকনিক্যাল কমিটিতে যুক্ত করার বিষয়টি বিবৃতি দিয়ে নিশ্চিত করেছে বিসিবি।
নান্নু ছাড়াও বিপিএল গভর্নিং কাউন্সিলের টেকনিক্যাল কমিটিতে আছেন এএসএম রকিবুল হাসান, সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু ও আম্পায়ার প্রশিক্ষক অভি আব্দুল্লাহ আল নোমান। এদিকে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজিতে বাশারের পাশাপাশি যুক্ত করা হয়েছে প্রধান কোচ মিজানুর রহমান বাবুল ও ম্যানেজার নাফিস ইকবালকে।
২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ দিয়ে মাঠে গড়াচ্ছে বিপিএল। একই দিনে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম। দেশের তিন ভেন্যুতে হবে ছয় দলের টুর্নামেন্ট। সিলেটের সঙ্গে ভেন্যু হিসেবে থাকছে চট্টগ্রাম ও ঢাকা। সিলেটে বিপিএল শুরু হওয়ার সেটা চট্টগ্রাম ঘুরে শেষ পর্বে ঢাকায় ফিরবে।
৩৪ ম্যাচের বিপিএলের ১২টি আয়োজনের সুযোগ পেয়েছে সিলেট। সমান ১২টি ম্যাচ হবে চট্টগ্রামের ভেন্যুতেও। এলিমিনেটর, কোয়ালিফায়ার ও ফাইনালসহ মোট ১০টি ম্যাচ হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ২৬ ডিসেম্বর সিলেট, ৫ জানুয়ারি চট্টগ্রাম এবং ১৬ জানুয়ারি শুরু হবে বিপিএলের ঢাকা পর্ব।