২৭ ডিসেম্বর ঢাকা নিজেদের প্রথম ম্যাচ খেলবে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে। এর আগে শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে বিপিএলের অন্যতম শক্তিশালী এই ফ্র্যাঞ্চাইজিটি। তবে এখনও বিদেশি সব ক্রিকেটার দলের সঙ্গে যোগ না দেয়ায় কিছুটা হতাশ ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন।
তিনি মনে করেন বিদেশি খেলোয়াড়দের বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সময় প্রয়োজন। ফলে তিনি নিজেই ফ্র্যাঞ্চাইজিটিকে অনুরোধ করেছিলেন যত দ্রুত সম্ভব বিদেশি ক্রিকেটারদের নিয়ে আসার জন্য। তবে সেটা এখনও পুরোপুরি সম্ভব হয়নি।
গণমাধ্যমের সঙ্গে আলাপাকালে মিঠুন বলেছেন, 'আমি মনে করি যদি কোন খেলোয়াড় শেষ মুহূর্তে আসে তাহলে দলের সঙ্গে মানিয়ে নিতে বেশ কিছু সময় লাগে। প্রথম থেকেই ফ্র্যাঞ্চাইজির কাছে আমার অনুরোধ ছিল যত তাড়াতাড়ি সম্ভব যেন বিদেশি খেলোয়াড়দের দলের সঙ্গে যুক্ত করা হয়। কারণ ওরা ভিন্ন কালচার থেকে আসছে, আমরা ভিন্ন কালচারের।'
ঢাকার বিদেশি ক্রিকেটারদের মধ্যে শুরু থেকেই অংশ নেয়ার কথা রয়েছে ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলসের। তবে তিনি এখনও এসে দেশে পৌঁছাননি। ঢাকা এখনও হয়তো টিম কম্বিনেশন কেমন হবে সেটা নিয়েও ভাবতে পারছে না। মিঠুন আশাবাদী দ্রুতই পুরো স্কোয়াডকে একসঙ্গে পাবেন তিনি।
মিঠুন বলেন, 'যেহেতু একই ড্রেসিং রুম শেয়ার করব এজন্য আমাদের আর ওদের কালচারের সমন্বয়ে দলটাকে কিভাবে এটা খুব গুরুত্বপূর্ণ। ইতোমধ্যে আমাদের বিদেশি খেলোয়াড়রা আসা শুরু করেছে। আমি বিশ্বাস করি দ্রুতই আমাদের পুরো স্কোয়াডটা পেয়ে যাব এবং আমরা প্রথম ম্যাচের আগেই পুরোপুরি প্রস্তুত হয়ে নামতে পারব।'
এরই মধ্যে ঢাকা ক্যাপিটালস বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের পারিশ্রমিকের ২৫ শতাংশ পরিশোধ করেছে। এই বিষয়টি নিশ্চিত করেছেন মিঠুন নিজেই। অনেক সময় দেখা যায় সঠিক সময়ে ক্রিকেটারদের জার্সি, প্যাড ও অনুশীলন গিয়ার্স যথা সময়ে আসে না। তবে ঢাকার ক্রিকেটাররা আগেই এসব জিনিস বুঝে পেয়েছেন।
সন্তুষ্টি নিয়ে মিঠুন বলেন, 'আমরা সময় মতো সবকিছু পেয়ে যাচ্ছি। আমরা পেমেন্টটা পেয়েছি, আমাদের গিয়ার্স চলেছে, ড্রেসও (জার্সি) সময় মতো আসছে। এরকম টুর্নামেন্টে এমন গোছানো ফ্র্যাঞ্চাইজি গুরুত্বপূর্ণ। আমি মনে করি প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি এভাবে পেশাদার হলে ক্রিকেটারদের মাঠে ফোকাস করা অনেক সহজ হয়।'