তিনি স্পষ্ট জানিয়েছেন প্রযুক্তি ব্যবহারে ডিআরএসের ওপর সবার আস্থা নষ্ট করছে। অ্যাডিলেড টেস্টে রিয়েল টাইম স্নিকো ব্যবহার নিয়ে একাধিক বিতর্কিত সিদ্ধান্তের পরই ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন বাঁহাতি এই পেসার। এরই মধ্যে ইংল্যান্ডকে হারিয়ে ৩-০ ব্যবধানে হারিয়ে অ্যাশেজ জিতে নিয়েছে অজিরা।
এরপরই ডিআরএস নিয়ে ক্ষোভ জানিয়ে তিনি বলেছেন, 'এটা সবার জন্যই হতাশাজনক, দর্শক, অফিসিয়াল, ব্রডকাস্টার- কোনো সন্দেহ নেই। আমি শুধু নিজের পক্ষ থেকে বলছি, অফিসিয়ালরাই তো এটি ব্যবহার করেন, তাই না? তাহলে আইসিসি কেন এর খরচ বহন করবে না?'
তিনি আরও যোগ করেন, 'আর কেন সব জায়গায় একই প্রযুক্তি ব্যবহার করা হবে না? কেন সব সিরিজে একই সিস্টেম থাকবে না, যাতে বিভ্রান্তি ও হতাশা কমে? এখানেই আমি কথাটা শেষ করছি।'
অ্যাডিলেডে তৃতীয় টেস্ট চলাকালে স্নিকো এজ-ডিটেকশন সিস্টেমের কিছু অদ্ভুত ও বিভ্রান্তিকর ফল নিয়ে বিতর্ক তুঙ্গে ওঠে। মাঠেই স্টাম্প মাইকে স্টার্ককে বলতে শোনা যায়, প্রযুক্তিটি বাদ দেয়া উচিত। ডিআরএসকে ‘সবচেয়ে খারাপ প্রযুক্তি’ বলে আখ্যা দেন এবং মন্তব্য করেন, 'স্নিকোকে ছাঁটাই করা দরকার।'
বর্তমানে আইসিসি অনুমোদিত দুটি এজ-ডিটেকশন সিস্টেম রয়েছে— রিয়েল টাইম স্নিকো এবং আল্ট্রাএজ। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে স্নিকো ব্যবহৃত হলেও ভারত, ইংল্যান্ড ও সাউথ আফ্রিকার মতো দেশগুলো আল্ট্রাএজের ওপর নির্ভর করে।