
লো স্কোরিং থ্রিলার জিতে কোয়ালিফায়ারে রংপুর
ম্যাচ জিততে শেষ ওভারে রংপুর বিভাগের প্রয়োজন ৮ রান। ব্যাটিংয়ে ২৫ বলে ঝড়ো ৪০ রানের ইনিংস খেলে অপরাজিত আকবর আলী। রংপুর অধিনায়কের সঙ্গী আবু হাশিম। ম্যাচ জিততে শেষ ওভারে পেসার রিপন মণ্ডলের উপর ভরসা রাখেন ঢাকা বিভাগের অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কন। ডানহাতি পেসারের প্রথম বলেই ফাইন লেগ দিয়ে চার মারেন আকবর। যদিও পরের বলেই কভারে আরিফুল ইসলামের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। আকবর ২৭ বলে ৪৪ রানের ইনিংস খেলে ফেরার পর শেষ উইকেট রংপুরের প্রয়োজন ছিল ৪ বলে ৪ রান।