মাথায় কী চলছিল জানি না, থ্রো করে ফেলি: আকবর

বাংলাদেশ
মাথায় কী চলছিল জানি না, থ্রো করে ফেলি: আকবর
ভারত 'এ' দলের ম্যাচে আম্পায়ারের সঙ্গে কথা বলছেন আকবর আলী, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
রাইজিং স্টার্স এশিয়া কাপের সেমিফাইনালে ভারতকে হারিয়ে ফাইনাল নিশ্চিত হলেও নিজের সেই ভুল থ্রো নিয়েই বেশি আলোচনায় আছেন আকবর আলী। ম্যাচ শেষে বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক স্বীকার করেছেন, শেষ বলে তার মাথায় কী ভর করেছিল, সেটি তিনি নিজেই বুঝে উঠতে পারেননি। পুরস্কার বিতরণী মঞ্চে তিনি সমর্থকদের কাছে ক্ষমাও চান।

সেমিফাইনালের শেষ বলে ভারতের দরকার ছিল চার রান। হার্শ দুবের লং অনের দিকে মারা শটটি সহজেই নিয়েছিলেন জিশান আলম। সেখান থেকে বল ফিরে আসে আকবরের হাতে। ব্যাটাররা দুই রান নেয়ার পরও রানআউটের সুযোগ ছিল।

কিন্তু আকবর বল হাতে রেখেই স্টাম্প ভাঙার বদলে একটু দূর থেকে থ্রো করেন, যেখানে কোনো ফিল্ডারই ছিলেন না। সুযোগ পেয়ে ভারতীয় ব্যাটাররা নেন অতিরিক্ত একটি রান, আর তাতেই ম্যাচ সুপার ওভারে চলে যায়।

ম্যাচ শেষে এমন অদ্ভুত পরিস্থিতি নিয়ে আকবরের ব্যাখ্যা, ‘আমাদের যারা সমর্থন করেছেন, সবার কাছে আমার ক্ষমা চাওয়া উচিত। আমি সমীকরণটা জানতাম, কিন্তু শেষ বলে আমার মাথায় কী হয়েছিল জানি না, আমি থ্রো করে ফেলি।’

সুপার ওভারে অবশ্য ম্যাচটি বাংলাদেশের পুরোপুরি নিয়ন্ত্রণে ছিল। প্রথম দুই বলে দুটি উইকেট নিয়ে ভারতকে কোনো রানই করতে দেননি রিপন মণ্ডল। মাত্র ১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই বাংলাদেশ হারায় একটি উইকেট।

পরে আকবর উইকেটে এসে পান ভাগ্যের সহায়তা। ভারতের একটি ওয়াইডই ম্যাচ শেষ করে দেয়। আকবর বলেন, ‘সুপার ওভারে নামার আগে নিজেকে শুধু বলেছি, যা-ই হোক, দায়িত্ব আমিই নেব।’

এর আগে ব্যাটিংয়ে নেমে ১৯৪ রান তোলে বাংলাদেশ ‘এ’ দল। ওপেনার হাবিবুর রহমান ৪৬ বলে ৬৫ ও শেষ দিকে এস এম মেহরবের ১৮ বলে ৪৮ রানের ইনিংস বড় সংগ্রহ এনে দেয়। আকবর জানান, তাদের লক্ষ্য ছিল ১৮০ রান, কিন্তু মেহরব ও ইয়াসিরের শেষ দিকের ঝড়ে স্কোর আরও বড় হয়।

শেষ ওভারে ১৫ রান ডিফেন্ড করে বাংলাদেশকে ম্যাচে রাখা স্পিনার রাকিবুলও প্রশংসা পেয়েছেন। এই ওভারে জিশানের সহজ ক্যাচ মিস, আকবরের ভুল থ্রো'র মতো মুহূর্তগুলো ছিল। সব মিলিয়ে ম্যাচটা টেনে নিয়ে গেছে একেবারে শেষ পর্যন্ত।

আরো পড়ুন: আকবর আলী