শেষ ইনিংসে ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪৩৫ রান। শুরুতে প্রতিরোধ গড়ার চেষ্টা থাকলেও শেষ পর্যন্ত তারা থামে ৩৫২ রানে। মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও নাথান লায়ন তিনটি করে উইকেট নেন। এতে করে ঘরের মাঠে টানা আরেকটি অ্যাশেজ সিরিজ নিজেদের করে নেয় অস্ট্রেলিয়া।
ম্যাচ শেষে হতাশ ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস বলেন, 'আমরা যে স্বপ্ন নিয়ে এখানে এসেছিলাম, সেটা এখন শেষ। এটা ভীষণ হতাশার। সবাই কষ্ট পাচ্ছে, আবেগী হয়ে আছে।'
'অস্ট্রেলিয়া ব্যাটে, বলে ও ফিল্ডিংয়ে আমাদের চেয়ে অনেক বেশি ধারাবাহিকভাবে কাজগুলো বাস্তবায়ন করতে পেরেছে। এই খেলায় এই তিন বিভাগেই তারা অনেক উঁচু মানের পারফরম্যান্স দেখিয়েছে।'
তবে তিনি মনে করিয়ে দেন, সামনে এখনও দুটি ম্যাচ বাকি রয়েছে এবং সেখানেই এখন মনোযোগ দিতে চান তারা। সিরিজ শেষ হয়ে যায়নি বলে জোর দেন ইংল্যান্ডের অধিনায়ক।
স্টোকস আরও বলেন, 'আমাদের সামনে এখনও দুটি ম্যাচ আছে। এখনো কিছু সময় বাকি। আমরা হাল ছেড়ে দেব না বা সিরিজটা ভেসে যেতে দেব না। এই শেষ দুই ম্যাচে আমরা সবকিছু উজাড় করে দেব। গর্বের প্রশ্ন আছে, সমর্থকেরা দূর থেকে এসে খেলা দেখছে। আমরা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব।'