শনিবার আইসিসি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে খেলবে স্কটল্যান্ড। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় এই টুর্নামেন্টটি আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা। বাংলাদেশ শেষ পর্যন্ত বিশ্বকাপে খেলতে চেয়েছে। তবে ভারতের মাটিতে নিরাপত্তা ঝুঁকির কারণে ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়েছে বিসিবি।
যদিও বাংলাদেশের সেই দাবি নাকচ করে দিয়েছে আইসিসি। এই ঘটনায় হতাশা প্রকাশ করে আফ্রিদি এক্স লিখেছেন, ‘বাংলাদেশে ও আইসিসির বিভিন্ন টুর্নামেন্টে খেলা একজন সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে আজ আইসিসির আচরণে আমি খুবই হতাশ। ২০২৫ সালে পাকিস্তান সফরে না যাওয়ার বিষয়ে ভারতের নিরাপত্তা উদ্বেগ আইসিসি মেনে নিয়েছে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে তাদের বোঝাপড়া ভিন্ন।’
গত বছর চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে পাকিস্তানে যেতে রাজি হয়নি ভারত। এরপর আইসিসি তাদের দাবি মেনে ভারতের সব ম্যাচ দুবাইয়ে আয়োজন করে। যার নাম দেয়া হয় হাইব্রিড মডেল। এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের সব ম্যাচ খেলার কথা রয়েছে শ্রীলঙ্কায়।
আইসিসি ভারত ও বাংলাদেশের ক্ষেত্রে একই নীতি অনুসরণ করেনি মন্তব্য করে আফ্রিদি আরও লিখেছেন, ‘ক্রিকেট পরিচালনায় সবার জন্য একই নিয়ম ও ন্যায্যতা থাকা দরকার। বাংলাদেশের খেলোয়াড় ও কোটি কোটি সমর্থক সম্মানের দাবিদার—মিশ্রনীতি নয়। আইসিসির উচিত সম্পর্ক গড়া, ভাঙা নয়।’
একই ধরনের মন্তব্য করেছেন গিলেস্পিও। তিনি লিখেছেন, 'আইসিসি কি কোনো ব্যাখ্যা দিয়েছে যে কেন বাংলাদেশ তাদের ম্যাচগুলো ভারতের বাইরে খেলতে পারল না? আমার মনে পড়ছে, ভারত পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়েছিল এবং তাদের সেই ম্যাচগুলো পাকিস্তানের বাইরে খেলার অনুমতি দেওয়া হয়েছিল। কেউ কি এটার কোনো যৌক্তিক ব্যাখ্যা দিতে পারেন?'