টস জিতে বোলিং করতে নেমে বাংলাদেশকে দারুণ শুরু এনে দিয়েছেন আল ফাহাদ। ইনিংসের তৃতীয় ও নিজের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে আয়ুশ মাত্রেকে ফেরান তিনি। ডানহাতি পেসারের অফ স্টাম্পের বাইরের শর্ট ডেলিভারিতে এক্সট্রা কভারের উপর দিয়ে খেলতে চেয়েছিলেন মাত্রে। তবে টাইমিং না হওয়ায় কাভারে কালাম সিদ্দিকী অ্যালিনের হাতে ক্যাচ দিয়েছেন ১২ বলে ৬ রান করা ভারতের অধিনায়ক।
পরের বলে ফাহাদ আউট করেছেন ভেদান্ত ত্রিভেদীকেও। ডানহাতি পেসারের বলে ড্রাইভ করার চেষ্টায় আউট সাইড এজ হয়ে স্লিপে রিফাত বেগকে ক্যাচ দিয়েছেন। পরের ওভারে বোলিংয়ে এসে হ্যাটট্রিকের সুযোগ ছিল ফাহাদের। তবে বাংলাদেশের পেসারের অফ স্টাম্পের বাইরের বল খেলারই চেষ্টা করেননি ভিহান মালহোত্রা।
ভারতীয় এই ব্যাটারকে আউট করেছেন আজিজুল হাকিম তামিম। আজিজুলের বলে আউট সাইড এজ হয়ে স্লিপে জাওয়াদ আবরারকে ক্যাচ দিয়েছেন ভিহান। ফলে ৫৩ রানে নিজেদের তৃতীয় উইকেট হারায় ভারত। যদিও একপ্রান্ত আগলে রেখে ভারতের রান বাড়াতে থাকেন সূর্যবংশি। তিনি ৩০ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন।
বাংলাদেশ— রিফাত বেগ, জাওয়াদ আবরার, আজিজুল হাকিম তামিম, কালাম সিদ্দিকী অ্যালিন রিজান হোসেন, ফরিদ হাসান ফয়সাল, সামিউন বশির রাতুল, শেখ পারভেজ জীবন, আল ফাহাদ, সাদ ইসলাম রাজিন এবং ইকবাল হোসেন ইমন।
ভারত— আয়ুশ মাত্রে, বৈভব সূর্যবংশী, ভেদান্ত ত্রিভেদী, ভিহান মালহোত্রা, আভিগান কুন্ডু, হারভানশ পাঙ্গালিয়া, আরএস আমব্রিশ, কানিশক চৌহান, হেনিল প্যাটেল, দীপেশ দেভেন্দ্রান, খিলান প্যাটেল