নিউজিল্যান্ডের ব্রুস খেলবেন স্কটল্যান্ডের হয়ে

ছবি: টম ব্রুস

যদিও তেমনটা হচ্ছে না। এবার স্কটল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সিদ্ধান্ত নিয়েছেন ব্রুস। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষ দিকে নতুন দলের হয়ে মাঠে নামবেন তিনি। স্কটল্যান্ড অংশ নেবে ক্রিকেট বিশ্বকাপ লিগ ২–এর কানাডা পর্বে, যা শুরু হবে ২৭ আগস্ট।
স্কটল্যান্ডকে বিদায় করে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্বপ্ন দেখছে জার্সি
১১ জুলাই ২৫
ব্রুসের বাবার জন্ম স্কটল্যান্ডেই। ফলে দেশটির হয়ে খেলতে কোনো বাধা নেই তার। ব্রুস ২০১৬ সালে স্কটল্যান্ড ডেভেলপমেন্ট দলের হয়ে খেলেছিলেন, এরপর পাড়ি জমান নিউজিল্যান্ডে। টপ অর্ডার এই ব্যাটার ২০১৪ সাল থেকে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেছেন। সর্বশেষ তিনি গায়ানার প্রভিডেন্সে গ্লোবাল সুপার লিগে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের হয়ে মাঠে নেমেছিলেন।

নিউজিল্যান্ড অধ্যায়ের ইতি টেনে স্কটল্যান্ডের হয়ে মাঠে নামতে মুখিয়ে আছেন ব্রুস। এক বিবৃতিতে জানিয়েছেন স্কটল্যান্ডের মতো দলকে বিশ্ব মঞ্চে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে গর্বিত তিনি। স্কটল্যান্ড দল নিয়ে ভালো কিছুর প্রত্যাশায় আছেন তিনি। স্কটিশ ক্রিকেটের ইতিহাসের অংশ হতে পেরে আনন্দিত তিনি।
ব্রুস বলেছেন, 'আমার পরিবারের সঙ্গে লম্বা স্কটিশ ইতিহাস আছে এবং আমি জানি তারা অত্যন্ত গর্বিত হবে যে আমি বিশ্বমঞ্চে স্কটল্যান্ডের প্রতিনিধিত্ব করছি। পাঁচ বছর আগে নিউজিল্যান্ডের হয়ে খেলার সৌভাগ্য হয়েছে আমার, আর এখন আমি চাই বিশ্বমঞ্চে নিজের দক্ষতা দেখাতে এবং স্কটল্যান্ড দলকে সাফল্য এনে দিতে। কারণ আমি জানি এই দলটি সাফল্যের সক্ষমতা আছে এবং ক্রমাগত উন্নতি করতে পারে।'
তিনি আরও যোগ করেন, '২০১৬ সালে অল্প সময়ের জন্য আমি এই সেটআপের অংশ ছিলাম এবং সেটা অসাধারণ অভিজ্ঞতা ছিল। আমি তখনকার ও বর্তমান অনেক স্কটল্যান্ড খেলোয়াড়ের সঙ্গে খেলেছি বা তাদের বিপক্ষে লড়েছি। বছরের পর বছর ধরে তাদের অগ্রগতি অনুসরণ করাটা দারুণ ছিল এবং আবারও তাদের সঙ্গে যোগ দিতে মুখিয়ে আছি। আমার জন্য গুরুত্বপূর্ণ হলো, যেকোনো উপায়ে দলকে সাহায্য করা যাতে আমরা ধারাবাহিক মানসম্মত ক্রিকেট খেলতে পারি এবং শেষ পর্যন্ত বিশ্বকাপে জায়গা করে নিতে পারি।'
ব্রুস প্রথম সবার নজরে আসেন ২০১৫-১৬ সুপার স্ম্যাশে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের হয়ে ১৪০.২৫ স্ট্রাইক রেটে ২২৩ রান করে। ব্রুস পরের মৌসুমেও সুপার স্ম্যাশে ভালো খেলেন। এর ফলেই তিনি বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক পান। তবে ২৭৯ রানেই থেমে যায় তার আন্তর্জাতিক ক্যারিয়ার।