স্কটল্যান্ডকে বিশ্বকাপে তুলতে না পারায় চাকরি ছাড়লেন ওয়াটসন

ফাইল ছবি
২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগামী আসর। বাছাই পর্ব পেরিয়ে যেতে না পারায় ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া বিশ্বকাপে খেলা হচ্ছে না স্কটল্যান্ডের। দলকে বিশ্বকাপে তুলতে না পারায় প্রধান কোচের চাকরি ছাড়লেন ডগ ওয়াটসন। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড।

promotional_ad

জিম্বাবুয়েতে হওয়াবিশ্বকাপ বাছাই পর্বের আগে ২০২৩ সালের মার্চে স্কটল্যান্ডের অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন ওয়াটসন। যদিও ২০২৩ বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি তারা। ২০২৪ সালের শুরুতে প্রধান কোচ হিসেবে চাকরি স্থায়ী হয় সাউথ আফ্রিকান এই কোচের। তাঁর অধীনে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলেছে স্কটিশরা।


আরো পড়ুন

নিউজিল্যান্ডের ব্রুস খেলবেন স্কটল্যান্ডের হয়ে

১২ আগস্ট ২৫
টম ব্রুস

অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের গ্রুপে থাকা স্কটল্যান্ড ওমান এবং নামিবিয়াকে হারালেও সুপার এইটে উঠতে পারেনি। ইতালি ও জার্সির কাছে হেরে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও উঠতে পারেনি তারা। বিশ্বকাপে জায়গা করতে না পারায় স্কটল্যান্ডের প্রধান কোচের চাকরি ছাড়লেন ওয়াটসন।


promotional_ad

চাকরি ছাড়ার বিবৃতিতে তিনি বলেন, ‘দায়িত্ব ছাড়তে হচ্ছে বলে কিছুটা হতাশ, তবে এখানে কাটানো সময়ের অনেক সুন্দর স্মৃতি আমার সঙ্গে থাকবে। এই দারুণ স্কোয়াড ও কোচিং স্টাফদের সঙ্গে কাজ করা ছিল আনন্দের অভিজ্ঞতা। আমি গর্বিত যে দলকে আইসিসি সিডব্লিউসিএল২ টেবিলের শীর্ষে রেখে যাচ্ছি। এখন পরিবারের সঙ্গে আরো সময় কাটানোর অপেক্ষায় আছি।’


২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও ২০টি দল অংশগ্রহণ করবে। গত বিশ্বকাপের সুপার এইটে ওঠায় আগামী বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। তাদের সঙ্গে আয়োজক হিসেবে খেলবে ভারত।


প্রথম রাউন্ড থেকে বাদ পড়েও র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি বিশ্বকাপের টিকিট পেয়েছে পাকিস্তান, নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড। বাছাই পর্ব পেরিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পেয়েছে কানাডা, ইতালি ও নেদারল্যান্ডস। ইতিহাস গড়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে ইতালি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball