স্কটল্যান্ডকে বিদায় করে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্বপ্ন দেখছে জার্সি

জার্সি ক্রিকেট
নেদার‌ল্যান্ডসের বিপক্ষে জয় পাওয়া স্কটল্যান্ড আগের ম্যাচেই হেরেছে ইতালির কাছে। পরের ম্যাচে জর্জ মানজি, রিচি বেরিংটনরা হেরেছেন জার্সির বিপক্ষে। শেষ বলের রোমাঞ্চে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা স্কটল্যান্ডকে মাত্র এক উইকেটে হারিয়েছে জার্সি। ৪ ম্যাচে দুই জয়ে ৫ পয়েন্ট নিয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছেন জন্টি জেনার, নিক গ্রিনউডের দেশ জার্সি।

promotional_ad

টি-টোয়েন্টি বিশ্বকাপের স্বপ্ন বাঁচিয়ে রাখতে ইউরোপ অঞ্চলের বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে খেলতে নামে জার্সি। টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ম্যাথু ক্রসের ৪০ বলে অপরাজিত ৪৩ এবং মার্ক ওয়াটের ২৪ বলে ২৮ রানের ইনিংসে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৩ রানের পুঁজি পায় স্কটল্যান্ড। রান তাড়ায় ভালো শুরু পেলেও জার্সির উদ্বোধনী জুটি ভাঙে তৃতীয় ওভারে।


আরো পড়ুন

ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালি

১৩ ঘন্টা আগে
ইতালি

ওয়াটের বলে লেগ বিফোর উইকেট হয়ে ফিরেছেন ১০ বলে ১৫ রান করা হ্যারিসন ক্লারন। তবে দ্বিতীয় উইকেটে দারুণ এক জুটি গড়ে তোলেন গ্রিনউড ও জ্যাক ট্রাইবি। তারা দুজনে মিলে যোগ করেন ৫৩ রান। আক্রমণাত্বক ব্যাটিংয়ে জার্সিকে টানলেও হাফ সেঞ্চুরি পাওয়া হয়নি গ্রিনউডের। ৭ চারে ৩৬ বলে ৪৯ রানের ইনিংস খেলে ফেরেন ক্রিস গ্রিভসের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে।


promotional_ad

পরবর্তীতে দ্রুতই ট্রাইবি, জন্টি, চার্লি ব্রেনানের উইকেট হারায় জার্সি। ম্যাচ জিততে হলে শেষ ওভারে ৫ রান করতে হতো তাদের। এমন সমীকরণের সময় দ্বিতীয় বলেই বেনজামিন ওয়ার্ডের উইকেট তুলে নিয়ে খেলার মোড় ঘুরিয়ে দেন। তবে পরের চার বলে জেইক ডানফোর্ড এবং চার্লস পার্কাড মিলে জার্সির এক উইকেটের জয় নিশ্চিত করেন। ম্যাচসেরা হয়েছেন গ্রিনউড।


স্কটল্যান্ডকে হারিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে জার্সি। এক ম্যাচ কম খেলে টেবিলে সবার উপরে রয়েছে ইতালি। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। এই দুই দলের ম্যাচে যারা জিতবে তারাই সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পাবে। কারণ ডাচরা জিতলে ৪ ম্যাচে তাদের পয়েন্ট হবে ৬। অন্যদিকে ইতালি যদি জিতে তাহলে ৭ পয়েন্ট নিয়ে তারাই বিশ্বকাপ খেলতে যাবে। জার্সির বিশ্বকাপ খেলা পুরোপুরি নির্ভর করছে ইতালি ও নেদারল্যান্ডসের ম্যাচের ফলাফলের উপর।


ইতালি যদি জয় পায় তাহলে গ্রুপে রানার্স আপ হয়ে বিশ্বকাপে উঠে যাবে জার্সি। তবে ডাচরা যদি জিতে তাহলে ইতালি ও জার্সির মধ্যে একটি দল সুযোগ পাবে। কারণ তখন দুই দলেরই ৫ পয়েন্ট হবে। বর্তমানে রান রেটে ইতালির (+১.৭২২) চেয়ে পিছিয়ে রয়েছে জার্সি (+০.৩০৬)। কেবল মাত্র বড় ব্যবধানে হারলেই বাদ পড়তে পারে ইতালি। তবে ব্যবধান যদি কম হয় তাহলে জার্সিকে হতাশায় ডুবিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নেবে তারা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball