
বিসিবি নির্বাচনের আগে মনোনয়ন জমা দিলেন ফারুক আহমেদ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনী তফসিল ঘোষণা হয়েছে রবিবার। সেই সময় জানা গেছে ৪ অক্টোবর নয় বরং বিসিবি নির্বাচন হবে ৬ অক্টোবর। এ ছাড়া মনোনয়ন জমা দেয়া ও মনোনয়ন প্রত্যাহারের সময়ও বেধে দেয়া হয়েছে। সাধারণ পরিষদের মনোনয়ন জমা দেয়ার শেষদিন ২২ সেপ্টেম্বর অর্থাৎ সোমবার।