বিসিবি নির্বাচন থেকে নাম সরিয়ে নিলেন তামিম

বাংলাদেশ
তামিম
তামিম ইকবাল
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাধারণ পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ৬ অক্টোবর। তবে এর আগে বিভিন্ন আইনি ঝামেলার মধ্যে দিয়ে যেতে হচ্ছে ১৫টি ক্লাবকে। এর আগে সংবাদ সম্মেলন করে বিসিবি নির্বাচনে সরকারী হস্তক্ষেপের অভিযোগ তুলেছিলেন তামিম ইকবাল। আজ নির্বাচন থেকে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।

এর আগে প্রাথমিক ভোটার তালিকা থেকে ১৫টি ক্লাবকে বাদ দেয়ার পর নির্বাচন কমিশনের কাছেও ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। যদিও চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছিল ক্লাবগুলো। তবে বিসিবি নির্বাচন যত ঘনিয়ে আসতে শুরু করে জটিলতাও বৃহৎ রূপ নেয়।

বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদের করা এক রিট আবেদনের প্রেক্ষিতে তৃতীয় বিভাগ বাছাই থেকে উঠে আসা বিতর্কিত ১৫টি ক্লাবের নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছেন বিজ্ঞ আদালত।

এর ফলে ১৫টি ক্লাবের বিসিবি নির্বাচনে অংশ নেয়ার সুযোগ বন্ধ হয়ে যায়। ভোটার তালিকা ঘোষণা হওয়ার পরর ওপর নিষেধাজ্ঞা ভালোভাবে নেয়নি ক্লাবগুলোর সংগঠকরা। জানা গেছে বিসিবি নির্বাচনে সরকারি হস্তক্ষেপের প্রতিবাদে অন্তত ১০-১২টি ক্লাবের প্রার্থীরা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে আদালতের নির্দেশে নির্বাচনে অংশ নিতে পারবে না এক্সিউম ক্রিকেটার্স, ঢাকা ক্রিকেট একাডেমী, মোহাম্মদ ক্রিকেট ক্লাব, নবাবগঞ্জ ক্রিকেট কোচিং একাডেমী, পূর্বাচল স্পোর্টিং ক্লাব, গুলশান ক্রিকেট ক্লাব, ওল্ড ঢাকা ক্রিকেটার্স, ভাইকিংস ক্রিকেট একাডেমী, বনানী ক্রিকেট ক্লাব, নাখালপাড়া ক্রিকেটার্স, মহাখালী ক্রিকেট একাডেমী, ধানমন্ডি ক্রিকেট ক্লাব, প্যাসিফিক ক্রিকেট ক্লাব, স্যাফায়ার স্পোর্টিং ক্লাব ও আলফা স্পোর্টিং ক্লাবের কাউন্সিলররা।

আরো পড়ুন: বিসিবি নির্বাচন