এরা হলেন রফিকুল ইসলাম বাবু (ইন্দিরা ক্রীড়াচক্র), মাসুদুজ্জামান (মোহামেডান), সাঈদ ইব্রাহীম আহমেদ (ফেয়ার ফাইটার্স), মির হেলাল (চট্টগাম জেলা), সৈয়দ বুরহান হোসেন পাপ্পু (তেজগাঁও ক্রিকেট একাডেমি), ইসরাফিল খসরু (এক্সিউম ক্রিকেটার্স), সাব্বির আহমেদ রুবেল (প্রগতি সেবা সংঘ), তৌহিদ তারেক (পাবনা), অসিফ রাব্বানী (শাইনপুকুর), সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীর (ক্যাটাগরি-৩) এবং ইয়াসির আব্বাস (আজাদ স্পোর্টিং)।
নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার করার সময় তামিম বলেন, 'আপনারা বড় গলায় বলেন ফি*ক্সিং বন্ধ করেন ক্রিকেটে। আগে নির্বাচনের ফি*ক্সিং বন্ধ করেন, এরপর ক্রিকেটের ফি*ক্সিং বন্ধ কইরেন। এটা কোনো ইলেকশান ছিল না। বাংলাদেশের ক্রিকেটে এই ইলেকশন কালো দাগ হয়ে থাকবে। বিসিবি নির্বাচন ঘিরে যা ইচ্ছা তাই করা হচ্ছে। এটা সুন্দর প্রক্রিয়া হতে পারে না। যারা বোর্ডে আছেন তারা চাইলে এভাবে ইলেকশন করতে পারেন, জিততেও পারেন। তবে আজকে ক্রিকেট শতভাগ হেরে গেছে। নির্বাচন থেকে সরে দাঁড়ানো এসব নোংরামির বিরুদ্ধে আমাদের পক্ষ থেকে একটা প্রতিবাদ।'
এর আগে প্রাথমিক ভোটার তালিকা থেকে ১৫টি ক্লাবকে বাদ দেয়ার পর নির্বাচন কমিশনের কাছেও ক্ষোভ প্রকাশ করেছিলেন তামিম। যদিও চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছিল ক্লাবগুলো। তবে বিসিবি নির্বাচন যত ঘনিয়ে আসতে শুরু করে জটিলতাও বৃহৎ রূপ নেয়। বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদের করা এক রিট আবেদনের প্রেক্ষিতে তৃতীয় বিভাগ বাছাই থেকে উঠে আসা বিতর্কিত ১৫টি ক্লাবের নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
এর ফলে ১৫টি ক্লাবের বিসিবি নির্বাচনে অংশ নেয়ার সুযোগ বন্ধ হয়ে যায়। ভোটার তালিকা ঘোষণা হওয়ার পরর ওপর নিষেধাজ্ঞা ভালোভাবে নেয়নি ক্লাবগুলোর সংগঠকরা। জানা গেছে বিসিবি নির্বাচনে সরকারি হস্তক্ষেপের প্রতিবাদে অন্তত ১০-১২টি ক্লাবের প্রার্থীরা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
আগামীকাল তারা মনোনয়নপত্র প্রত্যাহার করবেন বলে জানানো হয়েছে ক্লাবগুলোর পক্ষ থেকে। এ ব্যাপারে আজ রাতেই জরুরি সভায় বসছেন ক্লাবগুলোর প্রতিনিধিরা। তফসিল অনুযায়ী আগামীকালই মনোনয়ন প্রত্যাহারের দিন। এদিন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করার কথা রয়েছে বিসিবি নির্বাচনের দায়িত্বে থাকা নির্বাচন কমিশনের।
এদিকে আদালতের নির্দেশে নির্বাচনে অংশ নিতে পারবে না এক্সিউম ক্রিকেটার্স, ঢাকা ক্রিকেট একাডেমী, মোহাম্মদ ক্রিকেট ক্লাব, নবাবগঞ্জ ক্রিকেট কোচিং একাডেমী, পূর্বাচল স্পোর্টিং ক্লাব, গুলশান ক্রিকেট ক্লাব, ওল্ড ঢাকা ক্রিকেটার্স, ভাইকিংস ক্রিকেট একাডেমী, বনানী ক্রিকেট ক্লাব, নাখালপাড়া ক্রিকেটার্স, মহাখালী ক্রিকেট একাডেমী, ধানমন্ডি ক্রিকেট ক্লাব, প্যাসিফিক ক্রিকেট ক্লাব, স্যাফায়ার স্পোর্টিং ক্লাব ও আলফা স্পোর্টিং ক্লাবের কাউন্সিলররা।