
অতীত পেছনে ফেলে সামনে যেতে চান ফারুক
বিসিবি সভাপতির দায়িত্ব পেলেও পারফরম্যান্স খারাপ হওয়ার পাশাপাশি পরিচালকদের অনাস্থায় কয়েক মাসের ব্যবধানে ফারুক আহমেদকে সরিয়ে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। তবে বিসিবি নির্বাচনে অংশ নিয়ে ক্লাব ক্যাটাগরিতে পরিচালক হয়ে আবারও বোর্ডে ফিরেছেন তিনি। আগে সভাপতি থাকলেও এবার সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। ওই সময় বাজে অভিজ্ঞতার মধ্য দিয়ে গেলেও পেছনে ফিরতে চান না তিনি। বরং অতীত ভুলে সামনে এগিয়ে যেতে চান ফারুক।