শাস্তি নয়, পারফরম্যান্সের কারণেই ছাঁটাই ফারুক: আসিফ মাহমুদ

বাংলাদেশ
ফারুককে সরিয়ে দেওয়ার কারণ জানালেন আসিফ মাহমুদ
আসিফ মাহমুদ ও ফারুক আহমেদ
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
ফারুক আহমেদকে নিজের বাসভবনে ডেকে নিয়ে তার প্রতি অনাস্থার কথা জানিয়েছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এরপর মূলত ফারুক আহমেদের বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব চালিয়ে যাওয়া নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ৮ পরিচালক ফারুকের প্রতি অনাস্থার কথা জানিয়ে জাতীয় ক্রীড়া পরিষদকে চিঠি দেয়।

এরপর মূলত ফারুকের বিদায় ঘণ্টা বেজে যায়। এরপর প্রজ্ঞাপন জারি করে বিসিবির সাবেক এই সভাপতির মনোনয়ন বাতিল করা হয়। ফলে বিসিবি সভাপতির পদ হারান ফারুক। এরই মধ্যে তার স্থলাভিষিক্ত হয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনয়ন পেয়ে পরিচালকদের ভোটে বিসিবি সভাপতি নির্বচিত হয়েছেন তিনি।

আগামী আগস্টে বিসিবি নির্বাচনের কথা রয়েছে। সেই পর্যন্ত মেয়াদ থাকলেও তা পূরণ করতে পারলেন না ফারুক। তবে কেন মেয়াদ পূর্তির দুই মাস আগেই তাকে সরানো হলো তা নিয়ে সংশ্লিষ্ট কেউ কোনো উত্তর দেয়নি। শনিবার একটি অনুষ্ঠান শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন আসিফ মাহমুদ। তিনি ফারুককে সরিয়ে দেয়ার কারণ ব্যাখ্যা করেছেন।

তিনি বলেছেন, 'প্রথমত যেটা হচ্ছে, এটা কোনো শাস্তি বা এ রকম কিছু না। আমরা দেখেছি বিগত ৯ মাসে বিসিবিতে নতুন নেতৃত্ব আসার পর ক্রিকেটে যে প্রত্যাশা ছিল আমাদের, সেই প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন আমরা দেখিনি। সরকার আসার পর বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতে আসল। তারপর থেকে আমরা ক্রম অবনতি দেখছি। খুবই দুঃখজনক, যে প্রত্যাশা নিয়ে নতুন নেতৃত্ব এসেছিল…।'

তিনি আরও যোগ করেন, 'আমি তো স্পোর্টসের মানুষ না। আমি দশজনের সঙ্গে কথা বলে যাকে এবং সবাই যার কথা বলেছে যে, তিনি ভালো চালাতে পারবেন, তাকেই বোর্ডের বাকি সদস্যরা নির্বাচিত করেছিলেন। কিন্তু বিগত সময়ে আমাদের যে অভিজ্ঞতা হয়েছে, বিপিএল থেকে শুরু করে সর্বোপরি বাংলাদেশের ক্রিকেটের, আমাদেরকে বিচার করতে হবে পারফরম্যান্স দিয়ে। সেই পারফরম্যান্স আশানুরূপ না।'

সরকার পরিবর্তনের পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নেতৃত্বেও পরিবর্তন এসেছে। তাবিথ আওয়াল বাফুফে সভাপতি নির্বাচিত হয়েছেন। নতুন কমিটির অধীনে দেশের ফুটবল ঘুরে দাঁড়িয়েছে। এদিকে বিসিবির দায়িত্ব নিয়ে সেভাবে সফল হতে পারেননি ফারুক। তার অধীনে সর্বশেষ বিপিএল ছিল চরম বিতর্কিত। তার বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারিরও অভিযোগ উঠেছে। সব মিলিয়ে ফারুক প্রত্যাশার প্রতিদান দিতে পারেননি। এ কারণেই তাকে সরানো হয়েছে বলে নিশ্চিত করেছেন আসিফ মাহমুদ।

এ প্রসঙ্গে তিনি বলেছনে, 'আপনারা দেখেছেন কোনো একটা স্পোর্টসের উন্নয়নে যেতে কোনো সময় লাগে না। যেটা বাফুফেতে দেখেছেন। তাদের নতুন নেতৃত্ব প্রমাণ করেছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় প্রতিটি স্পোর্টসে সহযোগিতা করে এসেছে সাধ্যমতো। বাফুফে সেটা প্রমাণ করতে পেরেছে। তারা ফুটবলকে কেন্দ্র করে নতুন একটি উন্মাদনা ও আশার সঞ্চার করতে পেরেছেন।'

আরো পড়ুন: ফারুক আহমেদ