অভিযোগ প্রমাণ হওয়ার আগেই ফাঁসির মঞ্চে চড়িয়ে দিয়েছেন: জ্যোতি
বাংলাদেশের ক্রিকেটে চলছে এক টালমাটাল সময়। বাংলাদেশ নারী দলের সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন জাহানারা আলম। সেই সঙ্গে নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে ড্রেসিংরুমে ‘একনায়কতন্ত্র’ চালানোর গুরুতর অভিযোগ এনেছেন তিনি।