জ্যোতির বিরুদ্ধে জাহানারার অভিযোগকে ভিত্তিহীন, মনগড়া ও অসত্য বলছে বিসিবি

বাংলাদেশ
জ্যোতির বিরুদ্ধে জাহানারার অভিযোগকে ভিত্তিহীন, মনগড়া ও অসত্য বলছে বিসিবি
নিগার সুলতানা জ্যোতি ও জাহানারা আলম
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
নারী বিশ্বকাপ শেষে কয়েকদিন আগেই দেশে ফিরেছে বাংলাদেশ। সর্বশেষ এই বিশ্ব আসরে একটি ম্যাচে মাত্র জয় পেয়েছে বাংলাদেশ দল। তবে বেশ কয়েকটি ম্যাচে জয়ের সম্ভাবনা জাগিয়ে হেরেছিল নিগার সুলতানা জ্যোতির দল।

এমন সময়ই রীতিমতো বোমা ফাটিয়েছেন বাংলাদেশ নারী দলের পেসার জাহানারা আলম। তিনি বাংলাদেশ নারী দলের অধিনায়ক জ্যোতির বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন তিনি কালের কণ্ঠের সঙ্গে এক সাক্ষাৎকারে। জ্যোতির বিরুদ্ধে অনৈতিক সুবিধা নেওয়ার পাশাপাশি জুনিয়রদের গায়ে হাত তোলার গুরুতর অভিযোগ তুলেছেন জাহানারা।

বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন জাহানারা। সেই সাক্ষাৎকার নজরে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও। জাহানারার নাম উল্লেখ্য না করলেও তার এমন মন্তব্য পুরোপুরি ভিত্তিহীন, মনগড়া ও অসত্য বলে প্রত্যাখ্যান করেছে বিসিবি।

বিসিবির বিবৃতি পুরোপুরি তুলে ধরা হলো-

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সম্প্রতি বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দলের সাবেক এক সদস্যের মাধ্যমে গণমাধ্যমে প্রদত্ত কিছু মন্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছে, যেখানে তিনি বর্তমান জাতীয় দলের অধিনায়ক, খেলোয়াড়, স্টাফ এবং টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে একাধিক অভিযোগ উত্থাপন করেছেন।

বিসিবি এসব অভিযোগকে পুরোপুরি ভিত্তিহীন, মনগড়া ও অসত্য বলে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে। বোর্ড মনে করে, এমন অপমানজনক ও বিভ্রান্তিকর দাবি অত্যন্ত দুঃখজনক, বিশেষ করে যখন বাংলাদেশের নারী দল আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসনীয় অগ্রগতি ও ঐক্য প্রদর্শন করছে।

বোর্ডের মতে, এসব মন্তব্যের সময়কাল ও ইচ্ছাকৃত, দূরভিসন্ধিমূলক এবং এমন এক দলের মনোবল ও ঐক্য নষ্টের উদ্দেশ্যে করা হয়েছে, যারা দেশের হয়ে গর্বের সঙ্গে প্রতিনিধিত্ব করছে। আরও হতাশাজনক বিষয় হলো, যিনি এই মন্তব্যগুলো করেছেন, তিনি বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের কোনো পরিকল্পনা বা কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত নন এবং প্রাসঙ্গিকতাও নেই, তবু বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করেছেন।

বিসিবি স্পষ্ট করে জানাতে চায় যে, বোর্ড নারী জাতীয় দলের নেতৃত্ব, খেলোয়াড় এবং ম্যানেজমেন্টের প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখে। বোর্ডের তদন্তে কোনো অভিযোগেরই প্রমাণ মেলেনি, এবং বিসিবি দলের সদস্য ও সংশ্লিষ্ট সবার পাশে দৃঢ়ভাবে রয়েছে।

আরো পড়ুন: নিগার সুলতানা জ্যোতি