বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের গ্রুপে আয়ারল্যান্ড-যুক্তরাষ্ট্র

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব
বিসিবি
বিসিবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
২০২৬ সালের জুন-জুলাইয়ে ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগামী আসর। এখনো পর্যন্ত বিশ্বকাপ খেলার টিকিট পেয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত, ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা ও পাকিস্তান। বাকি চারটি দল চূড়ান্ত হবে নেপালে হতে যাওয়া বাছাই-পর্ব থেকে। ১০ দলের বাছাই পর্বের শুরুটা হচ্ছে আগামী ১৮ জানুয়ারি। টুর্নামেন্টের ফাইনাল হবে ১লা ফেব্রুয়ারি।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ নারী দল। নিগার সুলতানা জ্যোতিদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড, পাপুয়া নিউগিনি, নামিবিয়া এবং যুক্তরাষ্ট্র। ‘বি’ গ্রুপে রয়েছে স্কটল্যান্ড, থাইল্যান্ড, জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস ও স্বাগতিক নেপাল। প্রতিটি গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা তিনটি করে দল সুপার সিক্সে জায়গা করে নেবে। পরবর্তীতে সেখান থেকে চূড়ান্ত হবে সেমিফাইনাল।

বাছাইপর্বের সেমিফাইনালে উঠতে পারলেই বিশ্বকাপের টিকিট পেয়ে যাবে দলগুলো। বাংলাদেশের মিশন শুরু হচ্ছে ১৮ জুন উদ্বোধনী দিনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে। পরবর্তীতে ২০ জানুয়ারি পাপুয়া নিউগিনি, ২২ জানুয়ারি নামিবিয়া এবং ২৪ জানুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবেন বাংলাদেশের মেয়েরা। টুর্নামেন্ট শুরুর আগে অবশ্য দুইটি প্রস্তুতি ম্যাচও খেলবেন জ্যোতি, সোবহানা মোস্তারিরা।

১৪ জানুয়ারি ত্রিভুবন বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ১৬ জানুয়ারি বাংলাদেশের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ থাইল্যান্ডের বিপক্ষে, আপার মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে। কাঠমান্ডুর দুইটি স্টেডিয়ামে হবে পুরো টুর্নামেন্ট। সকালের পাশাপাশি দুপুরেও রাখা হয়েছে ম্যাচ। সকালের ম্যাচগুলো ৯ টা ১৫ মিনিট এবং দুপুরের ম্যাচগুলো হবে ১ টা ১৫ মিনিটে।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশের ম্যাচের সূচি:

তারিখপ্রতিপক্ষসময়ভেন্যু
১৪ জানুয়ারিনেদারল্যান্ডস (প্রস্তুতি ম্যাচ)সকাল ৯ টা ১৫ মিনিটত্রিভুবন বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম
১৬ জানুয়ারিথাইল্যান্ড (প্রস্তুতি ম্যাচ)দুপুর ১ টা ১৫ মিনিটআপার মুলপানি ক্রিকেট গ্রাউন্ড
১৮ জানুয়ারিযুক্তরাষ্ট্রসকাল ৯ টা ১৫ মিনিটআপার মুলপানি ক্রিকেট গ্রাউন্ড
২০ জানুয়ারিপাপুয়া নিউগিনিসকাল ৯ টা ১৫ মিনিটত্রিভুবন বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম
২২ জানুয়ারিনামিবিয়াদুুপুর ১ টা ১৫ মিনিটত্রিভুবন বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম
২৪ জানুয়ারিআয়ারল্যান্ডদুপুর ১ টা ১৫ মিনিটআপার মুলপানি ক্রিকেট গ্রাউন্ড

আরো পড়ুন: