শুভাগত'র তিনশ, তানভিরের ৭ উইকেটে জিতল বরিশাল
প্রথম শ্রেণির ক্রিকেটে তিনশ উইকেটের মাইলফলক অর্জন করেছেন শুভাগত হোম। তার এমন কৃতিত্বের ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন আল আমিন জুনিয়র। যদিও নিষ্প্রাণ ড্র হয়ে খুলনা-ময়মনসিংহের এই ম্যাচটি। দিনের আরেক খেলায় তানভির ইসলামের সাত উইকেটের ম্যাচে বরিশালকে ছয় উইকেটে হারিয়েছে ঢাকা।