মুশফিকের শতক, কক্সবাজারে ৩ সেঞ্চুরির ম্যাচ ড্র

ঘরোয়া
মুশফিকের সেঞ্চুরির ম্যাচ ড্র করল সিলেট
সেঞ্চুরি করে ফিরছেন মুশফিকুর রহিম, বিসিবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
শততম টেস্ট খেলার আগে জাতীয় ক্রিকেট লিগে সেঞ্চুরি পেয়েছেন মুশফিকুর রহিম। সিলেট একাডেমী গ্রাউন্ডে তার সেঞ্চুরির ম্যাচে নিষ্প্রাণ ড্র করেছে ঢাকা ও সিলেট। দিনের আরেক ম্যাচে ময়মনসিংহের বিপক্ষে ফলো অনে পড়েও ড্র করেছে রংপুর।

মুশফিকের সেঞ্চুরির ম্যাচ ড্র-

ঢাকার করা ৩১০ রানের জবাবে সাত উইকেটে ২৬০ রান নিয়ে আগের দিন শেষ করেছিল সিলেট। ৯৩ রানে ব্যাটিংয়ে ছিলেন মুশফিক। এ দিন যেন শুধুই তার সেঞ্চুরির আনুষ্ঠানিকতা ছিল। দিনের সকালেই সেঞ্চুরি করে খ্যাপাটে উদযাপন করেন মুশফিক।

সাহানুর রহমান ৩০ এবং তোফায়েল আহমেদ ২৭ রান করে তাকে উপযুক্ত সঙ্গ দেন। তাইবুর রহমানের বলে বোল্ড হওয়ার আগে মুশফিক থামেন ২০৫ বলে ১১৫ রান করে। তার বিদায়ে ২৯০ রানে থামে সিলেটের ইনিংস।

পুনরায় ব্যাটিংয়ে নামা ঢাকা দুই উইকেটে ২২২ রান তুলে ইনিংস ঘোষণা করে। মাত্র ছয় রানের জন্য সেঞ্চুরি মিস করেন জিসান আলম। ৯৪ রানের ইনিংসটি ৯টি চার ও চারটি ছক্কার মারে সাজানো ছিল।

আশিকুর রহমান শিবলি ১৩৩ বলে ৫৯ রানে অপরাজিত ছিলেন। এ ছাড়া আনিসুল ইসলাম ৩৬ রান করেন। মার্শাল আইয়ুব ১৬ রানে অপরাজিত ছিলেন। বড় লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শেষ বিকেলে বিনা উইকেটে ১৩ রান করে ড্র নিশ্চিত করে সিলেট।

রবিন-নাইম-মজিদের সেঞ্চুরির ম্যাচ ড্র-

কক্সবাজারের একাডেমী গ্রাউন্ডে মাহফিজুল ইসলাম রবিন, নাইম শেখ এবং আব্দুল মজিদের সেঞ্চুরির ম্যাচটি ড্র হয়েছে। এই তিন ব্যাটারের দাপটে প্রথম ইনিংসে ৫৫৫ রান তুলে আগেই ভালো অবস্থানে পৌঁছে যায় ময়মনসিংহ।

জবাবে ব্যাটিংয়ে নেমে রংপুর তাদের প্রথম ইনিংসে অল আউট হয় ১২৭ রানে। আগের দিন ১৮ রান তুলতেই দুই উইকেট হারায় তারা। কেবল আলাউদ্দিন বাবু ৪৫ রানে অপরাজিত ছিলেন। ময়মনসিংহের হয়ে তিনটি উইকেট নেন আরিফ আহমেদ, দুটি করে উইকেট নেন আবু হায়দার রনি এবং শহিদুল ইসলাম।

ফিরতি ইনিংসে ব্যাটিংয়ে নেমে অবশ্য আর ভুল করেনি রংপুর। দুই উইকেটে ১১২ রান তুলে ড্র নিশ্চিত করে দলটি। মিম মোসাদ্দেক ১৭ আর ইকবাল হোসেন ৮ রানে ফিরলেও অপরাজিত থাকেন আবদুল্লাহ আল মামুন এবং জাহিদ জাভেদ। আবদুল্লাহ ৬৯ এবং জাহিদ ১০ রান করেন।

আরো পড়ুন: মুশফিকুর রহিম