বৃষ্টির দিনে নাইমের ফিফটি, অমিতের সেঞ্চুরি মিস

ঘরোয়া
বৃষ্টির দিনে নাইমের ফিফটি, অমিতের সেঞ্চুরি মিস
নাইম শেখ ও অমিত হাসান, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
কক্সবাজারে বৃষ্টিবিঘ্নিত দিনে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম দিনে পৃথক পৃথক ম্যাচে হাফ সেঞ্চুরি পেয়েছেন অমিত হাসান এবং নাইম শেখ। অমিত হাসান নব্বইয়ের ঘরে আউট হয়ে ফিরলেও ৫০ পেরিয়ে এখনো উইকেটে আছেন নাইম।

সেঞ্চুরি মিসের দুঃখ অমিতের-

বৃষ্টি হানা দেয়ার ম্যাচে রংপুরের বিপক্ষে ৪৮.১ ওভার ব্যাটিং করার সুযোগ পেয়েছে সিলেট। দলটি প্রথম ইনিংসে করেছে সাত উইকেটে ১৭২ রান। ৩৭ রান তুলতেই চার উইকেট হারায় দলটি।

জাকির হাসান তিন এবং মুবিন আহমেদ জিশান এক রান করে রবিউল হকের বলে লেগ বিফোর উইকেটের শিকার হন। সৈকত আলী ১৭ বলে ১০ রান করে আবদুল্লাহ আল মামুনের গুড লেংথের বলে কট এন্ড বোল্ড হন। আসাদউল্লাহ আল গালিবকেও রানের খাতা খুলতে দেননি আব্দুল্লাহ। তারপর ৭০ রানের জুটি গড়েন অমিত এবং আশরাফুল হাসান।

এই জুটি ভাঙেন আবু হাশিম। ২৭ রান করা আশরাফুলকে এলবিডব্লিউ করেন তিনি। দলকে দেড়শ রান পার করিয়ে ফিরে যান অমিত। ১১০ বলে ৯১ রান করে মুকিদুল ইসলাম মুগ্ধর বলে কট এন্ড বোল্ড হন তিনি। রেজাউর রহমান রাজা ২৮ এবং নাইম হোসেইন সাকিব দুই রানে অপরাজিত আছেন।

নাইমের হাফ সেঞ্চুরি-

কক্সবাজারের আরেক ম্যাচে ময়মনসিংহ এবং ঢাকার মধ্যে কেবল ৩২ ওভার খেলা হয়েছে। বৃষ্টির কারণে এই খেলাটি শুরু হতেই বেশ দেরী হয়। বৃষ্টির কারণে এটি শেষও হয়েছে নির্ধারিত সময়ের বেশ কিছুক্ষণ আগে।

টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে দুই উইকেটে ১০০ রান করে ময়মনসিংহ। খেলা শুরুর নবম ওভারে এনামুল হকের বলে বোল্ড হন মাহফিজুল ইসলাম রবিন। তারপরের ওভারে শুন্য রানে ফিরে যান আইচ মোল্লা।

আব্দুল মজিদ ২৩ রান করে আহত হয়ে মাঠ ছাড়েন। ফলে ৯৬ বলে ৫৫ রানে অপরাজিত থাকা নাইমের সঙ্গে ব্যাটিংয়ে নামবেন ৮ রানে থাকা আমিনুল ইসলাম বিপ্লব।

আরো পড়ুন: নাইম শেখ