২১ রানে রিজওয়ানের ৪ উইকেট, জিতল রংপুর
ছবি: ঢাকা বিভাগের বিপক্ষে রংপুরের জয়ের নায়ক চৌধুরি মোহাম্মদ রিজওয়ান, ক্রিকফ্রেঞ্জি
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের দুই নম্বর গ্রাউন্ডে জয়ের জন্য ১৪১ রান তাড়ায় ঢাকাকে দারুণ শুরু এনে দিয়েছিলেন আশিকুর রহমান শিবলী ও সাইফ। ৪ ওভারে কোন উইকেট না হারিয়ে ৩৩ রান তোলেন তারা দুজন। তবে পঞ্চম ওভারে এসে নিজেদের প্রথম উইকেট হারায় ঢাকা। আলাউদ্দিন বাবুর অফ স্টাম্পের বাইরের বলে একটু টেনে এনে লং অনের উপর দিয়ে খেলতে চেয়েছিলেন আশিকুর। ব্যাটে-বলে ঠিকঠাক টাইমিং না হওয়ায় মিড অনে থাকা আব্দুল্লাহ আল মামুনকে ক্যাচ দিয়েছেন ১৭ রান করা তরুণ এই উইকেকিপার ব্যাটার।
জাকের বা আমি এরকম ম্যাচ অনেক জিতিয়েছি: আরিফুল
১ জানুয়ারি ২৫একটু পর ফিরেছেন আরেক ওপেনার সাইফও। রিজওয়ানের হঠাৎ লাফিয়ে ওঠা ডেলিভারিতে থার্ডম্যানের উপর দিয়ে খেলার চেষ্টায় উইকেটের পেছনে আকবরকে ক্যাচ দিয়েছেন। ঢাকার অধিনায়ক ফিরেছেন ১৬ বলে ১৫ রান করে। একই ওভারে আরিফুলকেও ফিরিয়েছেন রিজওয়ান। তরুণ এই পেসারের বলে উড়িয়ে মারতে গিয়ে টপ এজ হয়ে থার্ডম্যানে নাইম ইসলামের হাতে ক্যাচ দিয়েছেন। সেই ওভারে ৪ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন রিজওয়ান।
নিজের পরের ওভারে এসে অঙ্কনকে বিদায় করেছেন তিনি। দারুণ এক ডেলিভারিতে বোল্ড হয়েছেন রানের খাতা খুলতে না পারা উইকেটকিপার ব্যাটার। পরের দিকে ঢাকার ব্যাটারদের কেউই সেভাবে দাঁড়াতে পারেননি। ৯ উইকেট হারানো ঢাকার যখন ১১২ রান তখন আলোকস্বল্পতার কারণে ৩ ওভার বাকি থাকতেই ম্যাচ শেষ হয়। ফলে বৃষ্টি আইনে ২১ রানের জয় পায় রংপুর। রিজওয়ানের পাশাপাশি ৩৪ রানে ২ উইকেট নিয়েছেন মুকিদুল ইসলাম মুগ্ধ।
এর আগে ব্যাটিং করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় রংপুর। তানবীর হায়দার, রিজওয়ান, নাইম, মামুনরা দ্রুতই ফিরলে ৭.২ ওভারে ৪১ রানে ৪ উইকেট হারায় তারা। ভালো শুরু পেলেও ২২ বলে ২৮ রান করে ফিরতে হয় অধিনায়ক আকবরকে। শেষ দিকে আরিফুল হকের ৩৯ বলে ৪৫ ও আনামুল হকের ১৭ বলে ২৬ রানের ইনিংসে ১৪০ রানের পুঁজি পায় রংপুর। ঢাকার হয়ে একটি করে উইকেট নিয়েছেন ইকবাল হোসেন ইমন, আনামুল, সুমন, শুভাগত হোম ও তাইবুর রহমান।