আইএলটি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে একই দলে খেলেছেন মুস্তাফিজ এবং নিশাম। সেখানেই নিশামকে স্লোয়ার সেখান মুস্তাফিজ। যদিও এখনো পুরোপুরি স্লোয়ার রপ্ত করতে পারেননি নিশাম।
ক্রিকফ্রেঞ্জিকে তিনি বলেন, 'মুস্তাফিজ অসাধারণ একজন বোলার। আইপিএল নিলামে তার চাহিদা দেখলেই তা বোঝা যায়। আমি মুস্তাফিজের সাথে অনেক কথা বলি এবং তার স্লোয়ার শেখার চেষ্টা করেছি, কিন্তু আমার হাত ততটা নমনীয় নয় (হাসি)। তার সাথে আইএলটি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসে খেলাটা দারুণ ছিল।'
ক্রিকফ্রেঞ্জিকে দেয়া সাক্ষাৎকারে নিশাম স্মৃতি রোমন্থন করেন ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির। সেই ম্যাচে পাঁচ উইকেটে জিতে বাংলাদেশ। আগে ব্যাটিং করে নিউজিল্যান্ড করে ২৬৫ রান।
জবাবে ব্যাটিংয়ে নেমে ৩৩ রানে চার উইকেট হারালেও সাকিব আল হাসানের ১১৪ এবং মাহমুদউল্লাহ রিয়াদের অপরাজিত ১০২ রানের ইনিংসে ম্যাচ জিতে বাংলাদেশ। এই ম্যাচ জিতে নিউজিল্যান্ডকে টপকে বাংলাদেশ সেমিফাইনালে চলে যায়।
সেই স্মৃতি রোমন্থন করে নিশাম আরো বলেন, 'আইসিসি টুর্নামেন্টগুলোতে জেতা সবসময় কঠিন। কার্ডিফে ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাহমুদউল্লাহ ও সাকিবের সেই পার্টনারশিপের কথা মনে আছে যা আমাদের টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়েছিল।'