promotional_ad

নিশামকে না খেলানোর ব্যাখ্যা দিলেন বরিশালের মালিক

তামিম ইকবালের সঙ্গে মিজানুর রহমান, ক্রিকফ্রেঞ্জি
বিপিএলের ফাইনালের আগে ফরচুন বরিশালের বড় চমক ছিল জিমি নিশাম। বরিশালের হয়ে খেলতে প্লে অফের ঠিক পরেই ঢাকায় পা রাখেন এই কিউই অলরাউন্ডার। ধারণা করা হচ্ছিল তাকে নিয়েই চিটাগং কিংসের বিপক্ষে ফাইনালে খেলতে নামবে বরিশাল।

promotional_ad

তবে সেই ধারণা সত্যি হয়নি। সবাইকে অবাক করে দিয়ে তামিম ইকবাল টসের পর জানান ‘উইনিং কম্বিনেশন’ ভাঙতে চাননি তিনি। এরপরও সবার মনেই ছিল বিভিন্ন প্রশ্ন। বরিশালের শিরোপা জয়ের পর নিশামকে নিয়ে সেই ব্যাখাই দিলেন দলটির কর্নধার মিজানুর রহমান।


আরো পড়ুন

বরিশালের হয়ে ফাইনাল খেলতে আসছেন নিশাম

৩ ফেব্রুয়ারি ২৫
ব্যাটের মতো বোলিংয়ে অবদান রাখতে পারেন জিমি নিশাম

তিনি জানিয়েছেন খুলনা টাইগার্স ফাইনালে উঠলে নিশ্চিতভাবেই নিশামকে নিয়ে মাঠে নামতেন তারা। তবে চিটাগং দলে বাঁহাতি ব্যাটার বেশি থাকায় নিশাম নয় মোহাম্মদ নবির ওপরই আস্থা রেখেছিল টিম ম্যানেজমেন্ট। খোলাসা করে জানিয়েছেন প্রতিপক্ষের কথা ভেবেই দল সাজিয়েছিলেন তারা।


শিরোপা জয়ের পর মিজানুর বলেন, 'আজকের কথা চিন্তা করুন। আমরা জিমি নিশামকে নিয়ে এসেছি। কিন্তু তাকে আমরা খেলাতে পারিনি। কারণ আপনি দেখুন তাদের বাঁহাতি কতজন। চিন্তা করতে হবে চিটাগং দলে কতজন বাঁহাতি ব্যাটার আছে। আপনি যদি নবিকে তুলে নেন তাহলে বল কে করবে? সব সময় চিন্তা করতে হবে প্রতিপক্ষ কে। খুলনা প্রতিপক্ষ হলে অবশ্যই জিমি নিশাম খেলত। প্রতিপক্ষ অনুযায়ী আমরা দল সাজিয়েছি।'



promotional_ad

পুরো বিপিএলেই দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তামিম। ব্যাট হাতে দলটির অন্যতম সেরা পারফর্মারও তিনি। অধিনায়ককে প্রশংসায় ভাসিয়ে দলটির কর্নধার বলেন, 'তামিম খুবই ভালো অধিনায়ক। আপনি কল্পনা করতে পারবেন না সে দলকে কতটা অনুপ্রাণিত করছে। এ কারণেই আমরা জিতে যাচ্ছি। নাহলে আমরা জিততে পারতাম না।'


আরো পড়ুন

এমন বিপিএলে বিদেশিরা কেউ বিনিয়োগ করবে না: মিজানুর

১১ ফেব্রুয়ারি ২৫
ক্রিকফ্রেঞ্জি

চিটাগংয়ের বিপক্ষে জয়ে সবচেয়ে বড় ভূমিকা ছিল রিশাদ হোসেনের। তিনি ৬  বলে ১৮ রানের ক্যামিও খেলে ৩ বল হাতে রেখেই বরিশালকে জিতিয়েছেন। এর মধ্যে ছিল দুটি ছক্কার মার। শেষ ওভারে জয় পেতে ৮ রান প্রয়োজন ছিল বরিশালের। শেষ ওভারের প্রথম বলেই হোসেন তালাতকে লং অন দিয়ে ছক্কা মারেন রিশাদ। তাতেই বরিশালের জয়ের সমীকরণ সহজ হয়ে যায়।


এই ক্রিকেটারকে বাংলাদেশের ভবিষ্যৎ বলে আখ্যা দিয়েছেন বরিশালের মালিক। তিনি বলেন, 'রিশাদের ছক্কা দুটি অসাধারণ ছিল। রিশাদ বাংলাদেশের জন্য বড় প্রাপ্তি। ভবিষ্যতে দেখতে পাবেন।' তিনি আরও যোগ করেন, 'অবশ্যই অভিজ্ঞতা ম্যাটার করে। তবে তার সঙ্গে তারুণ্যও থাকতে হয়। যেটা আমাদের দলের মধ্যে রয়েছে। আমাদের এখানে হৃদয়, রিশাদ, শান্ত আছে। অনেক ক্রিকেটার আছে। দুটোর কম্বিনেশন না হলে কিন্তু হবে না। অভিজ্ঞতার একটি দাম আছে।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball