
সৌম্য-বিজয়ের ঝড়ের সামনে ব্যর্থ নাইম-সাদমানরা, হারল মেট্রো
সৌম্য সরকার, এনামুল হক বিজয় এবং আফিফ হোসেন ধ্রুবর ঝড়ো ব্যাটিংয়ে ঢাকা মেট্রোর বিপক্ষে পাঁচ উইকেটে ১৭১ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে খুলনা। কিন্তু সেই রান আর তাড়া করতে পারেননি মেট্রোর ব্যাটাররা। রান তাড়ায় নাইম শেখ-সাদমান ইসলামরা এ দিন সফল হতে পারেননি। যার কারণে ২২ রানে ম্যাচটি জিতে নেয় খুলনা।