এনসিএলের কোয়ালিফায়ারে খেলবেন মুস্তাফিজ
ছবি: খুলনার হয়ে এনসিএল টি-টোয়েন্টি খেলতে সন্ধ্যায় সিলেট যাচ্ছেন মুস্তাফিজ
ডিসেম্বরের প্রথম সপ্তাহের মুস্তাফিজ ও শিমুর ঘরে আসে পুত্র সন্তান। বাবা হওয়ার কদিন পরই মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এসেছিলেন মুস্তাফিজ। বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) সামনে রেখেই অনুশীলনে ফেরেন তারকা এই পেসার। ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছুটি নেয়া মুস্তাফিজকে দেখা যায়নি ১১ ডিসেম্বর থেকে শুরু হওয়া জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টিতে।
পিএসএল ড্রাফটে ২ ক্যাটাগরিতে বাংলাদেশের ৮ ক্রিকেটার
৫ জানুয়ারি ২৫সাতক্ষীরায় জন্ম নেয়া মুস্তাফিজ অবশেষে মাঠের ক্রিকেটের ফিরছেন খুলনা বিভাগের জার্সিতে। টুর্নামেন্টের এলিমিনেটরে চট্টগ্রাম বিভাগকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে খুলনা। ২২ ডিসেম্বর ফাইনালে যাওয়ার লড়াইয়ে তাদের খেলতে হবে ঢাকা মেট্রোর বিপক্ষে। সেই ম্যাচের আগে ২১ ডিসেম্বর সিলেটে দলের যোগ দেবেন মুস্তাফিজ।
বিষয়টি নিশ্চিত করে নুরুল হাসান সোহান বলেন, ‘আমার সাথে কথা হয়েছে, আজকে আমরা জিতলে আজকে সন্ধ্যায় আসার কথা কালকের ম্যাচ খেলার জন্য। আশা করছি এখনও ওইভাবেই আছে। কালকে আমার সাথে কথা হয়েছে, যাওয়ার পর হয়ত চূড়ান্ত কথা বলতে পারব।’
শুরুটা ভালো না হলেও সবশেষ চার ম্যাচে দল হিসেবে দারুণ পারফর্ম করেছে খুলনা। যার ফলশ্রুতিতে সেরা চারে উঠেছে তারকায় ঠাসা দলটি। শেষ কয়েকটি ম্যাচের মতো দ্বিতীয় কোয়ালিফায়ারও বাঁচা-মরার লড়াই। হারলেই বিদায় নিতে হবে এনসিএল টি-টোয়েন্টি। সোহান জানান, তাঁরা একই প্রক্রিয়ায় এগিয়ে যেতে চান। তিনি বলেন, ‘আমরা সবশেষ চার ম্যাচ ধরেই ডু অর ডাই ম্যাচ খেলছি। কালকেও একই প্রক্রিয়া থাকব ইনশাআল্লাহ।’
শুভ-মার্শালের হাফ সেঞ্চুরিতে মেট্রোর সাতে সাত
১৯ ডিসেম্বর ২৪এলিমিনেটরে চট্টগ্রামের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন এনামুল হক বিজয়, ইমরুল কায়েস, আজিজুল হক তামিম ও মোহাম্মদ মিঠুনরা। তাদের কেউই বড় ইনিংস খেলতে পারেননি। টপ অর্ডারের ব্যর্থতার দিনে ৩৯ বলে ৫২ রানের ইনিংস খেলে খুলনাকে ১৪৬ রানের পুঁজি এনে দেন সোহান। ম্যাচ জেতাতে বাকি কাজটা সেরেছেন দুই পেসার মেহেদী হাসান রানা ও মাসুম খান টুটুল।
হাফ সেঞ্চুরিকে ছাপিয়ে দলের হয়ে অবদান রাখতে পারায় খুশি সোহান। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমার কাছে হাফ সেঞ্চুরিটা খুব বেশি গুরুত্বপূর্ণ না। দলের জন্য অবদান রাখতে পারছি এবং কোন ভূমিকায় খেলছি ওই ভূমিকায় দল আমার কাছে কতটুুকু চাচ্ছে ওইটা দিতে পারছি না কিনা ওইটা গুরুত্বপূর্ণ।’