
১৩ বছরে ৯ শিরোপা জিতেছি, ডেডিকেশন ছিল আবাহনীতেই খেলার: মোসাদ্দেক
এক যুগেরও বেশি সময় ধরে আবাহনীর হয়ে খেলছেন মোসাদ্দেক হোসেন। শুরুতে দলটিতে অলরাউন্ডারের ভূমিকায় থাকলেও কয়েকন আসর ধরে দলটির নেতৃত্বে আছেন মোসাদ্দেকই। তার নেতৃত্বে একের পর এক শিরোপার স্বাদ পেয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী দলটি।