promotional_ad

২ ম্যাচ নিষিদ্ধ হৃদয়, জরিমানা ৮০ হাজার টাকা

মোহামেডানের জার্সিতে তাওহীদ হৃদয়, ক্রিকফ্রেঞ্জি
আবাহনী লিমিটেডের বিপক্ষে ম্যাচে অনফিল্ড আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন তাওহীদ হৃদয়। নিষেধাজ্ঞা তুলে নিতে বিসিবি ও সিসিডিএমের কাছে আবেদন করেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। যদিও উল্টো আরও এক ম্যাচ নিষিদ্ধ হতে হয়েছে তাকে। ম্যাচ পরবর্তী সময়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আম্পায়ারিং নিয়ে বেফাঁস মন্তব্য করায় আরও এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে মোহামেডান অধিনায়ককে।

promotional_ad

ফলে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগ অংশের প্রথম দুই রাউন্ডে খেলা হচ্ছে না ডানহাতি ব্যাটারের। দুই ম্যাচ নিষেধাজ্ঞার পাশাপাশি ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে হৃদয়কে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছে।


আরো পড়ুন

১ ম্যাচ নিষিদ্ধ হৃদয়, ৪০ হাজার টাকা জরিমানা ইবাদতের

১২ এপ্রিল ২৫
মোহামেডানের ক্রিকেটারদের একাংশ, ক্রিকফ্রেঞ্জি

ডিপিএলের চলমান আসরে মোহামেডানকে নেতৃত্ব দিচ্ছিলেন তামিম ইকবাল। তবে ২৪ মার্চ ম্যাচ খেলার সময় হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। পরবর্তীতে পুরো ডিপিএল থেকে ছিটকে গেছেন তিনি। এমন অবস্থায় মোহামেডানের দায়িত্ব দেয়া হয় হৃদয়। ডানহাতি ব্যাটারের অধীনে সময়টা ভালোই যাচ্ছিল তাদের। সবশেষ ম্যাচে ৯ বছর ও ১১ ম্যাচ পর আবাহনীকে প্রথমবারের মতো হারায় মোহামেডান।


বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর সমান ১৮ পয়েন্ট নিয়ে ডিপিএলের সুপার লিগ খেলতে নামবে তারা। যদিও আবাহনীকে হারানোর ম্যাচে দুঃসংবাদ পেতে হয়েছে তাদের। মোহামেডানের ক্রিকেটারদের আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ানোর ঘটনাটি আবাহনীর ব্যাটিং ইনিংসে মেহেদী হাসান মিরাজের ওভারে। ডানহাতি অফ স্পিনারের বলে আউট হতে পারতেন পারভেজ হোসেন ইমন।


promotional_ad



আরো পড়ুন

ইবাদতের আগুনে বোলিংয়ের পর মিরাজ-হৃদয়ের ব্যাটে মোহামেডানের জয়

৬ এপ্রিল ২৫
মেহেদী হাসান মিরাজ ও তাওহীদ হৃদয় মিলে ৯১ রানের জুটি গড়েছেন, ক্রিকফ্রেঞ্জি

স্লিপে দাঁড়িয়ে থাকা ফিল্ডার ক্যাচ নিলেও ব্যাটে না লাগায় সেটা আউট দেননি অনফিল্ড আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। এমন সিদ্ধান্ত মানতে না পেরে আম্পায়ারের দিকে তেঁড়ে গিয়েছিলেন হৃদয়। বাকি ফিল্ডাররাও সন্তুষ্ট ছিলেন না সেই সিদ্ধান্তে। এদিকে অষ্টম ওভারে ঘটে আরও একটি ঘটনা। সেই সময় পেসার ইবাদত হোসেনের বল আঘাত করে মোহাম্মদ মিঠুনের প্যাডে।


জোরালো আবেদন করলেও মিঠুনকে লেগ বিফোর উইকেট দেননি আম্পায়ার তানভীর আহমেদ। আম্পায়ারের নির্লিপ্তরায় হতাশ হন মোহামেডানের ক্রিকেটাররা। সেই সময় আম্পায়ারের কাছে ছুঁটে আসেন মোহামেডান অধিনায়ক হৃদয়। অন্য ক্রিকেটাররাও ঘিরে ধরেন আম্পায়ারকে।


দলটির ক্রিকেটারদের শান্ত করতে এগিয়ে আসেন লেগ আম্পায়ার হিসেবে থাকা শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। তবে মোহামেডানের খেলোয়াড়েরা তর্কে জড়ান তাঁর সঙ্গেও। হৃদয়কে তার সঙ্গে আঙুল উঁচিয়ে কথা বলতে দেখা যায়। এরপর মোহামেডানের সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম এগিয়ে আসেন। ম্যাচ শেষে লেভেল টু আচরণবিধি ভাঙায় হৃদয়কে শাস্তি দেয়া হয়।


এমন ঘটনার পর ম্যাচ শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন হৃদয়। ডানহাতি ব্যাটার ওই সময় বলেছিলেন, ‘ঘটনা যদি অন্যদিকে যায়, আমি মুখ খুলব ইনশা আল্লাহ।’ এমন মন্তব্য করে আচরণবিধি ভঙ্গ করায় সবমিলিয়ে ৭ ডিমেরিট পয়েন্ট পেয়েছেন। ফলে আরও এক ম্যাচ নিষিদ্ধ হতে হয়েছে তাকে। সব মিলিয়ে ডিপিএলের সুপার লিগের প্রথম দুই ম্যাচে খেলতে পারবেন না মোহামেডানের অধিনায়ক।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball