promotional_ad

সেঞ্চুরির পর শান্তর স্বস্তি

সেঞ্চুরির পর শান্ত, ক্রিকফ্রেঞ্জি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে ঘরোয়া ক্রিকেট টানা ৪৭ ইনিংসে সেঞ্চুরি পাননি শান্ত। অবশেষে সেই আক্ষেপ ঘুচালেন তিনি লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে। ঢাকা প্রিমিয়ার লিগে আগের চার ইনিংসে শান্তর ব্যাট থেকে আসে মোটে ৭৮ রান। এদিন এক ইনিংসেই ছাড়িয়ে গেছে আগের চার ইনিংসের রানকে।

promotional_ad

৫২ বলে হাফ সেঞ্চুরি তুলে নেয়া শান্ত ব্যাট হাতে দেখে শুনে বলের মেরিট বুঝে খেলেছেন শুরু থেকেই। সেঞ্চুরি পূরণ করতে লেগেছে ১০৬ বল। স্বীকৃত ক্রিকেটে তার সবশেষ শতরান ছিল ঢাকা প্রিমিয়ার লিগেই, গত এপ্রিলে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে। শান্তর সেঞ্চুরিতে ভর করে রূপগঞ্জকে ৪ উইকেটে হারিয়েছে আবাহনী লিমিটেড।


আরো পড়ুন

শান্তর সেঞ্চুরিতে রূপগঞ্জকে হারিয়ে শীর্ষেই আবাহনী

২০ ঘন্টা আগে
ছন্দহীনতা কাটিয়ে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে সেঞ্চুরি করে আবাহনীকে জেতালেন নাজমুল হোসেন শান্ত, ক্রিকফ্রেঞ্জি

তারা পয়েন্ট টেবিলে সবার উপরে ছিল আগেই। এবার সেই জায়গা আরও পাকাপোক্ত করেছে শান্তর দল। সেঞ্চুরি পেয়ে স্বস্তি পাচ্ছেন শান্ত। সেই সেঞ্চুরির খুধাই বয়ে বেড়াতে হয়েছে গত প্রায় এক বছর ধরে। অবশেষে সেই সেঞ্চুরি ধরা দিয়েছে। শান্ত অবশ্য সেঞ্চুরির চেয়ে দলের জয়ে অবদান রাখতে পেরেই বেশি খুশি।



promotional_ad

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, 'ভালো লাগছে। দলের জন্য অবদান রাখতে পেরেছি। আমার জন্যও দরকার ছিল। দলের জন্য অবদান রাখতে পেরেছি সবচেয়ে ভালো লাগার জায়গাটা এটাই।'


আরো পড়ুন

ধানমন্ডির হার, দুই ম্যাচ পর জিতল প্রাইম ব্যাংক

২০ ঘন্টা আগে
ক্রিকফ্রেঞ্জি

টি-টোয়েন্টিতে বাংলাদেশকে আর নেতৃত্ব দিচ্ছেন না শান্ত। সেটা সবারই জানা। তবে বাকি দুই ফরম্যাটের নেতৃত্ব তার কাঁধেই হয়তো থাকছে। না হলে অন্তত এক ফরম্যাটে। সামনেই এশিয়া কাপ। আর আগামী বছর ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০২৭ সালে রয়েছে ওয়ানডে বিশ্বকাপ। শান্ত মনে করেন টিম ম্যানেজমেন্ট ২০২৭ সাল পর্যন্ত পরিকল্পনা বলতে পারবে। তিনি আপাতত আবাহনীর হয়ে ভালো করতেই সব মনোযোগ রাখছেন।



তিনি বলেন, 'এই ব্যাপারে আমার বলাটা মুশকিল। এখন আমার পুরো ফোকাস ঢাকা প্রিমিয়ার লিগে। চেষ্টা করছি কীভাবে আবাহনী প্রতিদিন ম্যাচ জিতবে। কীভাবে আমরা আমাদের জায়গা থেকে উন্নতি করতে পারি। ২০২৭ পর্যন্ত পরিকল্পনা ম্যানেজমেন্ট যারা আছেন কোচ যিনি হবে ক্যাপ্টেন যিনি হবেন তারা করবেন। এই বিষয়টি নিয়ে আমার বলাটা মুশকিল। আমি খুবই খুশি যে আমাদের আবাহনী টিম ভালো করছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball