promotional_ad

দ্রুত ম্যাচ শেষ করার পরিকল্পনাতেই ইমনের ১৫ বলে হাফ সেঞ্চুরি

ক্রিকফ্রেঞ্জি
মোসাদ্দেক হোসেন সৈকত, রিপন মণ্ডল ও রাকিবুল হাসানের আঁটসাঁট বোলিংয়ে মাত্র ৮৮ রানে গুটিয়ে যায় শাইনপুকুর ক্রিকেট ক্লাব। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আবাহনীর ম্যাচ জিততে প্রয়োজন ছিল ওভারপ্রতি ১.৭৮ রান। খানিকটা রয়েসয়েই খেলতে পারতেন আবাহনীর ব্যাটররা। বিকেএসপির তপ্ত রোদে অবশ্য বাড়তি সময় নিলেন না পারভেজ হোসেন ইমন ও জিসান আলম।

promotional_ad

বিশেষ করে পারভেজ ইমন বিকেএসপিতে ঝড় নয় বরং টর্নেডো ব্যাটিং করেছেন। ৪ চার ও ৬ ছক্কায় ২৩ বলে অপরাজিত ৬১ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি ওপেনার। ইমনের এমন ব্যাটিংয়ে ৫০ ওভারের ডিপিএল ম্যাচ আবাহনী জিতে যায় মাত্র  ৬.৪ ওভারে। বর্তমান চ্যাম্পিয়নদের ১০ উইকেটের জয়ের দিনে মাত্র ১৫ বলে হাফ সেঞ্চুরি করেছেন পারভেজ ইমন। 


আরো পড়ুন

পারভেজ ইমনের সেঞ্চুরি, জিতেই চলেছে আবাহনী

২৪ মার্চ ২৫
সেঞ্চুরি করে আবাহনীকে জেতালেন পারভেজ হোসেন ইমন, ক্রিকফ্রেঞ্জি

লিস্ট ‘এ’ ক্রিকেটে এটিই বাংলাদেশের দ্রুততম হাফ সেঞ্চুরি। ডিপিএলে আগের রেকর্ডটি ছিল ফরহাদ রেজা ২০১৯ সালে প্রাইম দোলেশ্বরের হয়ে ১৮ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন ডানহাতি এই ব্যাটার। স্বীকৃত ক্রিকেটে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে দ্রুততম হাফ সেঞ্চুরির মালিক ছিলেন শুভাগত হোম। 


promotional_ad

২০১৯ সালে ডিপিএলের টি-টোয়েন্টি সংস্করণে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মাত্র ১৬ বলে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলেছিলেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। মিরপুরে একাডেমিতে অনুশীলন শেষে সবাইকে ছাপিয়ে যাওয়ার ইনিংস খেলার গল্প শুনিয়েছে পারভেজ ইমন। জানিয়েছেন, তাড়াতাড়ি শেষ করার পরিকল্পনাতেই এমন ইনিংস খেলেছেন তিনি। 


আরো পড়ুন

২ ম্যাচ নিষিদ্ধ হৃদয়, জরিমানা ৮০ হাজার টাকা

৫ ঘন্টা আগে
মোহামেডানের জার্সিতে তাওহীদ হৃদয়, ক্রিকফ্রেঞ্জি

এ প্রসঙ্গে পারভেজ ইমন বলেন, ‘ইনিংসটায় লক্ষ্য কম ছিল তাই চেষ্টা করেছি যত তাড়াতাড়ি শেষ করা যায়। আমরা যেহেতু চ্যাম্পিয়নশিপ লড়াইয়ে আছি, আমাদের একটা রানরেটের ব্যাপার আছে। মাথায় ওটাই ছিল দ্রুত শেষ করা যায়।’


বাঁহাতি ওপেনার আরও যোগ করেন, ‘দ্রুত গতির খেলার পরিকল্পনা থাকে না। আমি আসলে পরিস্থিতি অনুযায়ী খেলি। যেদিন যেটা ডিমান্ড করে সেরকম খেলি। রোববার যেমন স্ট্রাইকরেট ছিল প্রতিদিন এমন থাকে না। আমার ৯০ থাকে, ৯৫ থাকে। পরিস্থিতি অনুযায়ী খেলার চেষ্টা করি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball