১৩ বছরে ৯ শিরোপা জিতেছি, ডেডিকেশন ছিল আবাহনীতেই খেলার: মোসাদ্দেক

ছবি: আবাহনীর অনুশীলন জার্সিতে মোসাদ্দেক হোসেন

এবার মোহামেডানকে হারিয়ে সব মিলিয়ে ঢাকার ক্লাব ক্রিকেটে ২৪তম শিরোপার স্বাদ পেয়েছে আবাহনী। যদিও ২০১২-১৩ মৌসুমে লিস্ট ‘এ’ স্বীকৃতি পাওয়ার পর এটি তাদের সপ্তম শিরোপা। এই সময়ের মধ্যে আর কোনো দল একাধিক শিরোপারও স্বাদ পাননি। মোসাদ্দেকের হাত ধরে আবাহনী এ নিয়ে পঞ্চমবারের মত হাট্রট্রিক শিরোপার স্বাদ পেলন।
ডিপিএল শেষে মুখ খুললেন হৃদয়
৪ ঘন্টা আগে
চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়ে মোসাদ্দেক বলেছেন, 'আবাহনীর হয়ে শিরোপা জিততে পারা আমার জন্য অনেক বড় একটি ব্যাপার। আবাহনীর হয়ে এতো বছর খেলতে পারছি, সার্ভিস দিতে পারছি এটাই বড় ব্যাপার। আপনি যখন ভালো খেলতে থাকবেন, জোনের শটগুলো খেলতে পারবেন অবশ্যই এটা আপনাকে আত্মবিশ্বাস দেবে। মিঠুন ভাইয়ের যে সাপোর্টটা ছিল সেটা আরও কাজ সহজ করে দিয়েছে।'

২০১৩ সালে আবাহনীতে যোগ দেয়ার পর তিনি দলটির ঘরের ছেলে হয়ে গেছেন। অনেকে তারকা ক্রিকেটার এলে গেলেও মোসাদ্দেক দলটির চেনা মুখ। দলটির কঠিন সময়েও আবাহনী ছেড়ে যাওয়ার কথা ভাবেননি এই অলরাউন্ডার। সেই কথা নিজেই জানালেন মোসাদ্দেক।
চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে হারিয়ে আবাহনীর ২৫ এ ‘২৪’
১১ ঘন্টা আগে
দলের প্রাপ্তিতে স্মৃতিকাতর মোসাদ্দেক বলেছেন, '২০১৩ সালে আবাহনী যোগ দিয়েছিলাম স্পষ্ট মনে আছে। ১৩ বছরে ৯টি শিরোপা জিতেছি। আমিন চেষ্টা করেছিলাম আবাহনীতে থাকার। যখন দল গঠন করাও কষ্ট হয়ে যাচ্ছিল ওই সময়টাতেও ওইসময় আমার সেই ডেডিকেশনটা ছিল যে আমি আবাহনীতেই খেলব।'
টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানিয়ে মোসাদ্দেক বলেন, 'শেষ পর্যন্ত খেলতে পেরেছি। টিম ম্যানেজমেন্টকেও ধন্যবাদ। তারা আমাকে রাখতে পেরেছে। তারা আমাকে সাপোর্ট করেছে। চ্যাম্পিয়ন হতে পেরেছি এটাই ভালো লাগছে সব মিলিয়ে।পুরো দল ভালো খেলেছে এটাই আমার কাছে বড় ব্যাপার।'