সাইফউদ্দিন-ইবাদতের নৈপুণ্যের পর রনির সেঞ্চুরিতে মোহামেডানের জয়

ছবি: মোহাম্মদ সাইফউদ্দিন, ইবাদত হোসেন ও মাহমুদউল্লাহ রিয়াদ, ক্রিকফ্রেঞ্জি

জবাবে খেলতে নেমে ৭ উইকেট আর ১৫.৫ ওভার হাতে রেখেই জয় তুলে নিয়েছে মোহামেডান। এই জয়ে বড় অবদান ওপেনার রনি তালুকদারের। তিনি ১০০ বলে ১২২ রানের ইনিংস খেলেছেন। আরেক ওপেনার আনিসুল ইসলাম ইমনের ব্যাট থেকে আসে ৭৫ রান।
মিরাজের সেঞ্চুরিতে মোহামেডানের দাপুটে জয়
২৪ মার্চ ২৫
ওপেনিং জুটিতেই ১৯৯ রান যোগ করেন রনি ও ইমন। দুই ওপেনার ফিরলে দ্রুত আউট হয়ে যান মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি তিন নম্বরে নেমে করেছেন মাত্র ৭ রান। আর ২২ বলে ২৭ রান করে ফেরেন তৌফিক খান তুষার।

অবশ্য মোহাম্মদ সাইফউদ্দিন ৫ বলে ৫ ও তাওহীদ হৃদয় ১ বলে ২ রান করে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। অগ্রণীর বোলারদের মধ্যে একাই তিন উইকেট নেন আরিফ আহমেদ। এর আগে এই ম্যাচে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় মোহামেডান।
'১৫০ শতাংশ ফিট হয়ে বিপিএলে ফিরবেন সাইফউদ্দিন'
১৪ ডিসেম্বর ২৪
ব্যাটিংয়ে নেমে ওপেনিংয়ে অগ্রণীকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার ইমরানউজ্জামান ও অমিত হাসান। ইমরানউজ্জামান ৩৮ রান করে আউট হন। অমিতের ব্যাট থেকে আসে ৪০ রান। ওয়ান ডাউনে নেমে ৪১ রান করেছেন অধিনায়ক ইমরুল কায়েস।
এর বাইরে বলার মতো রান করেছেন কেবল মার্শাল আইয়ুব। তিনি ৪১ বলে ৩১ রান করেন। আর তাতেই লড়াইয়ের পুঁজি পেয়ে যায় অগ্রণী। তবে নিয়মিত ব্যাটারদের আসা যাওয়ার কারণে তাদের সংগ্রহ বড় হয়নি। মোহামেডানের হয়ে একাই ৪ উইকেট নেন মোহাম্মদ সাইফউদ্দিন। ৩টি উইকেট নিয়েছেন ইবাদত হোসেন। আর দুটি উইকেট পান মুস্তাফিজুর রহমান।