ক্যারিয়ারসেরা রেটিং পয়েন্ট বরুণের
আইসিসি টি-টোয়েন্টি বোলার র্যাংকিংয়ের শীর্ষে নিজের রেটিং পয়েন্ট আরো বাড়িয়ে নিয়েছেন বরুণ চক্রবর্তী। ভারতের এই স্পিনার সাউথ আফ্রিকার বিপক্ষে চলমান হোম সিরিজে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে ক্যারিয়ারসেরা ৮১৮ রেটিং পয়েন্টে পৌঁছেছেন। যা তার ক্যারিয়ারসেরাও বটে। পাঁচ ম্যাচের সিরিজের প্রথম তিন ম্যাচে বরুণ নিয়েছেন ছয় উইকেট।