আবারও শীর্ষে কোহলি
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের পর থেকেই দুর্দান্ত ফর্মে আছেন বিরাট কোহলি। সর্বশেষ পাঁচ ইনিংসে তার রান যথাক্রমে ৭৪*, ১৩৫, ১০২, ৬৫* ও ৯৩। এমন ধারাবাহিক পারফরম্যান্সেই রোহিত শর্মাকে টপকে আইসিসির ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে জায়গা নিয়েছেন তিনি। এর ফলে ২০২১ সালের জুলাইয়ের পর আবারও ব্যাটারদের তালিকায় শীর্ষে ফিরেছেন কোহলি। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৩০০ রান টপকে জয় পেয়েছে ভারত।