রোহিতকে সরিয়ে আইসিসি র‍্যাঙ্কিংয়ে শীর্ষে

আন্তর্জাতিক
রোহিতকে সরিয়ে আইসিসি র‍্যাঙ্কিংয়ে শীর্ষে
রোহিত শর্মা, ড্যারিল মিচেল
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
রোহিত শর্মাকে সরিয়ে আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংয়ে নতুন নাম্বার ওয়ান ব্যাটার হয়েছেন ড্যারিল মিচেল। ১৯৭৯ সালে গ্লেন টার্নার সর্বশেষ কিউই ব্যাটার হিসেবে শীর্ষে উঠেছিলেন। ৪৬ বছর পর এই প্রথম কোনো নিউজিল্যান্ড ব্যাটার আইসিসির র‍্যাঙ্কিংয়ে শীর্ষে জায়গা করে নিয়েছেন। নিউজিল্যান্ডের তারকা ব্যাটারদের মধ্যে মার্টিন ক্রো, কেন উইলিয়ামসন বা রস টেলর সবাই ছিলেন সেরা পাঁচে। তাদের কিন্তু কেউই কখনো এক নম্বরে উঠতে পারেননি।

রোববার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিয়ারের সপ্তম ওয়ানডে সেঞ্চুরি তুলে নেন মিচেল। আর তাতেই শীর্ষে জায়গা করে নেন তিনি। সেই ইনিংস তিনি চোট পেয়ে মাঠ ছাড়েন। ফলে সিরিজের বাকি দুই ম্যাচ থেকে ছিটকে গেছেন এই কিউই ব্যাটার। এদিকে টেস্টের ব্যাটারদের র‍্যাঙ্কিংয়েও বড় পরিবর্তন এসেছে।

সাউথ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা প্রথমবারের মতো টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন। কলকাতা টেস্টে তার লড়াকু হাফ সেঞ্চুরিতে ভর করে ভারতের মাটিতে ১৫ বছর পর টেস্ট জয়ের স্বাদ পায় সাউথ আফ্রিকা। তিনি জায়গা করে নিয়েছেন ৫ নম্বরে। তিনি দুই ধাপ এগিয়েছেন।

ঘাড়ের চোটের কারণে কলকাতা টেস্টে এক ইনিংসে ব্যাটিং করতে না পারা শুভমান গিল দুই ধাপ এগিয়েছেন। তিনি অবস্থান করছেন ১১ নম্বরে। তার নামের পাশে ৭৩৭ রেটিং পয়েন্ট। এদিকে অ্যাশেজ শুরুর আগে টেস্টের ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন জো রুট।

দুই নম্বরে আছেন হ্যারি ব্রুক। কলকাতা টেস্টে বল হাতে চমক দেখিয়ে এক ধাপ এগিয়ে সেরা দশে কড়া নাড়ছেন মার্কো জানসেন। তিনি আছেন ১১ নম্বরে। তবে অলরাউন্ডারদের তালিকায় এই প্রোটিয়া উঠে এসেছেন পাঁচ নম্বরে। ভারতের পেসার জসপ্রিত বুমরাহ ছয় উইকেট নিয়ে বোলারদের তালিকায় শীর্ষে জায়গা ধরে রেখেছেন।

দুই ও তিন নম্বরে যথাক্রমে ম্যাট হেনরি ও নোমান আলী। এদিকে শ্রীলঙ্কাকে ৩–০ ব্যবধানে হারানোর পর পাকিস্তানের ক্রিকেটাররাও বেশ উন্নতি করেছেন ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে। লেগ স্পিনার আবরার আহমেদ ১১ ধাপ এগিয়ে উঠে এসেছেন বোলারদের তালিকায় নয় নম্বরে। আফগানিস্তানের রশিদ খান এখনো বোলারদের তালিকায় শীর্ষে অবস্থান করছেন।

দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছেন জফরা আর্চার ও কেশব মহারাজ। নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচটি টি–টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট নেয়ার পুরস্কার হিসেবে জ্যাকব ডাফি টি–টোয়েন্টি বোলিং র‍্যাঙ্কিংয়ে উঠে গেছেন দুই নম্বরে। তার উপরে আছেন বরুণ চক্রবর্তী। সেখানে তিন নম্বরে আছেন রশিদ।

আরো পড়ুন: আইসিসি র‍্যাঙ্কিং