
আমার নামটা টেস্টেই থেকে যায়, এটাই আক্ষেপ: সাদমান
বাংলাদেশ জাতীয় দলের হয়ে ২৪টি টেস্ট ম্যাচ খেলে ফেললেও কখনো ওয়ানডে বা টি-টোয়েন্টিতে বিবেচিত হননি সাদমান। এমনকি বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) শেষ চার-পাঁচ বছরে খেলা হয়নি এই ওপেনারের। এসব নিয়ে কিছুটা আক্ষেপ আছে এই ওপেনারের। গায়ে শুধুমাত্র 'টেস্ট ক্রিকেটার' তকমা পড়ে যাওয়ায় খানিকটা বিরক্তও তিনি।