promotional_ad

ইমরানুজ্জামানের ৪৬, আলিসের ৩ উইকেটে মেট্রোর হ্যাটট্রিক জয়

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
খুলনার টপ অর্ডারকে গুঁড়িয়ে উড়ছেন আলিস আল ইসলাম, ক্রিকফ্রেঞ্জি
ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন ও আজিজুল হাকিম তামিমকে ফিরিয়ে নিজের কাজটা করে দিয়েছেন আলিস আল ইসলাম। ৪ ওভারে ২৪ রান খরচায় ঢাকা মেট্রোর ‘রহস্যময়’ স্পিনার নিয়েছেন ৩ উইকেট। বোলিংয়ে বাকি কাজটা সেরেছেন রাকিবুল হাসান, মারুফ মৃধারা। খুলনার এনামুল হক বিজয়, নুরুল হাসানদের সোহানদের ব্যাটিং ব্যর্থতায় ৬ রানের জয় তুলে নিয়েছে ঢাকা মেট্রো। জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টির তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে সবার উপরে নাইম শেখরা।

promotional_ad

সিলেট স্টেডিয়ামের দুই নম্বর গ্রাউন্ডে জয়ের জন্য ১৪৭ রান তাড়ায় নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় খুলনা। আলিসের ওভারের দ্বিতীয় বলে ছক্কা মারা ইমরুল ফিরেছেন সেই ওভারের শেষ বলে। ডানহাতি এই স্পিনারের ফুলার লেংথ ডেলিভারিতে উড়িয়ে মারতে চেয়েছিলেন অভিজ্ঞ এই ব্যাটার। তবে বলের লাইন মিস করায় বোল্ড হয়ে ফিরতে হয়েছে ৮ রান করা ইমরুলকে। আরেক ওপেনার বিজয় ফিরেছেন পরের ওভারে। 


রাকিবুলের অফ স্টাম্পের বলে একটু ব্যাকফুটে গিয়ে এক্সট্রা কভারের উপর দিয়ে খেলতে চেয়েছিলেন বিজয়। তবে টাইমিংয়ে গড়বড় হওয়ায় বল চলে যায় লং অফে থাকা আনিসুল হক ইমনের হাতে। ডানহাতি ওপেনারকে ফিরতে হয়েছে ১৩ রানে। পাওয়ার প্লে শেষের আগে মিঠুনকে সাজঘরে পাঠিয়েছেন আলিস। মেট্রোর এই স্পিনারের বলে লেগ বিফোর উইকেট হয়েছেন তিনি। মিঠুনের ব্যাট থেকে এসেছে ৮ রান।


৪৬ রানে ৩ উইকেট হারানোর পর জুটি গড়ার চেষ্টা করেছিলেন আজিজুল তামিম ও সোহান। তবে তাদের দুজনের জুটি বড় হতে দেননি আলিস। ‘রহস্যময়’ এই স্পিনারকে মিড অফের উপর দিয়ে খেলতে গিয়ে ইমনকে ক্যাচ দিয়েছেন। কদিন আগে যুব এশিয়া কাপ জিতে আসা আজিজুল তামিম আউট হয়েছেন ১৭ বলে ২৯ রানের ইনিংস খেলে। পরের ওভারে ১৪ রান সোহানকে নিজের শিকার বানিয়েছেন রাকিবুল।



promotional_ad

পরবর্তীতে মৃত্যুঞ্জয় চৌধুরি, নাহিদুল ইসলাম, জিয়াউর রহমান, মেহেদী হাসান রানারা চেষ্টা করলেও শেষ পর্যন্ত খুলনাকে জেতাতে পারেননি। ১৮ ওভারের ম্যাচে ৮ উইকেট হারিয়ে ১৪০ রানে থামে খুলনা। ৬ রানে ম্যাচ জিতে নেয় মেট্রো। তাদের হয়ে আলিস তিনটি এবং রাকিবুল নিয়েছেন দুটি উইকেট। এ ছাড়া একটি করে উইকেট পেয়েছেন মারুফ ও আবু হায়দার রনি। 


সকালের শুরুতে ব্যাটিংয়ে নেমে ঢাকা মেট্রোকে দারুণ শুরু এনে দেন নাইম ও ইমরানুজ্জামান। তারা দুজনে মিলে ৬৭ রানের উদ্বোধনী জুটি গড়েন। ২৮ বলে ৪৬ রানের ঝড়ো ইনিংস খেলে ইমরানুজ্জামান ফিরলে ভাঙে তাদের এই জুটি। একটু পর ফিরেছেন ২৫ রান করা নাইমও। বাকিদের মাঝে ইমন ২২ ও শামসুর রহমান শুভ ২৬ রান করেছেন। শেষ পর্যন্ত ১৪৬ রানের পুঁজি পায় মেট্রো। খুলনার হয়ে মেহেদী হাসান রানা তিনটি এবং দুটি করে উইকেট পেয়েছেন আল আমিন হোসেন ও মৃত্যুঞ্জয়।


সংক্ষিপ্ত স্কোর-



ঢাকা মেট্রো- ১৪৬/৯ (১৮ ওভার) (ইমরানুজ্জামান ৪৬, শামসুর ২৬, নাইম ২৫, আনিসুল ২২; রানা ৩/২৫, আল আমিন ২/২৩, মৃত্যুঞ্জয় ২/২৮)


খুলনা বিভাগ- ১৪০/৮ (১৮ ওভার) (আজিজুল তামিম ২৯, নাহিদুল ১৬, জিয়াউর ১৭, সোহান ১৪; আলিস ৩/২৪, রাকিবুল ২/২২)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball