আমার নামটা টেস্টেই থেকে যায়, এটাই আক্ষেপ: সাদমান

ঘরোয়া
আমার নামটা টেস্টেই থেকে যায়, এটাই আক্ষেপ: সাদমান
গণমাধ্যমে কথা বলছেন সাদমান ইসলাম, ক্রিকফ্রেঞ্জি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
বাংলাদেশ জাতীয় দলের হয়ে ২৪টি টেস্ট ম্যাচ খেলে ফেললেও কখনো ওয়ানডে বা টি-টোয়েন্টিতে বিবেচিত হননি সাদমান। এমনকি বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) শেষ চার-পাঁচ বছরে খেলা হয়নি এই ওপেনারের। এসব নিয়ে কিছুটা আক্ষেপ আছে এই ওপেনারের। গায়ে শুধুমাত্র 'টেস্ট ক্রিকেটার' তকমা পড়ে যাওয়ায় খানিকটা বিরক্তও তিনি।

বিপিএলে এখন পর্যন্ত চার আসরে খেলেছেন সাদমান। ২০১৫-১৬ এবং ২০১৭-১৮ আসরে ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলেন সাদমান। দুই আসর মিলিয়ে মোটে পাঁচ ম্যাচ খেলেন তিনি, করেন ৯৫ রান।

২০১৮-১৯ মৌসুমে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলেন সাদমান। দুই ম্যাচে করেন মোটে ২৪ রান। এরপর ২০১৯-২০ সালে রাজশাহী রয়্যালসের হয়েও দুই ম্যাচ খেলেন, করেন ৩২ রান। সবমিলিয়ে ৯ ম্যাচের বিপিএল ক্যারিয়ারে তার রান মোটে ১৫১।

এরপর অবশ্য আর বিপিএলেই সুযোগ পাননি সাদমান। টি-টোয়েন্টি ক্রিকেটে তাকে কেউ বিবেচনাও করেনি কোনোদিন। সম্প্রতি এনসিএল টি-টোয়েন্টিতে ঢাকা মেট্রোর হয়ে খেলছেন সাদমান।

আজ সিলেটকে ২৩ রানে হারানোর ম্যাচে সাদমান করেন ৩২ বলে ৪৯ রান। ইনিংসে ছিল চারটি চার ও দুটি ছক্কা। নিজের ইনিংস নিয়ে সাদমান বলেন, 'প্রমাণ করার তো ভাই কিছু নাই। কারণ প্রিমিয়ার লিগেও তো সবাই ভালো খেলতেছে। প্রত্যেক বছর তো প্রিমিয়ার লিগেও পারফর্ম করে আসতেছি বা টি-টোয়েন্টিতে হয়তোবা সুযোগ কম আসে বা যখন আসে ট্রাই করি ভালো করার। তারপরেও তো মানে নামটা তো টেস্টেই থেকে যায়। এটাই আক্ষেপ, আর কিছু নাই।'

বিপিএলে না খেলার আফসোস নিয়ে তিনি বলেন, 'টেস্টে তো আছি ২০১৮ সালের পর থেকে। তারপর তো বিপিএলে মনে হয় দুইবার কি তিনবার খেলা হয়েছে। তারপর তো আজকে চার-পাঁচ বছর ধরে বিপিএলেও খেলা হয় না বা ওরকম আপনার টি-টোয়েন্টি টুর্নামেন্টও হয় না। বা বিপিএল, আপনার ডিপিএল যে ঢাকা প্রিমিয়ার লিগ থাকলেও ওরকম হয়তোবা মানে ম্যাচ খেললেও জিনিসটা বা পারফর্ম করলেও জিনিসটা কাছে আসে না বা ওরকম হাইলাইট হয় না। যার কারণে এই।'

জাতীয় ক্রিকেট লিগের ওয়ানডে ফরম্যাটে নিয়মিতই খেলেন সাদমান। সেখানে অবশ্য ব্যাট হাতে রান করেন তিনি। ৯১ ম্যাচের লিস্ট 'এ' ক্যারিয়ারে তিনটি সেঞ্চুরি এবং ২৩টি হাফ সেঞ্চুরিসহ তিন হাজার ৩০৩ রান আসে তার ব্যাটে।

ক্যারিয়ার মূল্যায়ন করতে গিয়ে সাদমান আরো বলেন, 'আমি অনূর্ধ্ব-১৯ ওয়ার্ল্ড কাপ খেলছি, ২০১৪-এ, ওইখানে তো হাইয়েস্ট রান গেটার ছিলাম। তো তখন থেকে যে লাল বলে বিবেচনায় ঢুকে গেছি, তারপর প্রিমিয়ার লিগে তো পারফর্ম করেই আসতেছি, কিন্তু শুধু লাল বলেই খেলা হচ্ছে। যার কারণে আর মানে ওই জায়গার পারফরম্যান্সটা তো আমি মনে করি না যে ওটা কোনো কাজে আসে। তো শুধু শুধু আপনার চেষ্টা করি সবসময় যাতে সাদা বলে যখনই সুযোগ আসে ভালো খেলার।'

আগামীতে বিপিএলে খেলার প্রত্যাশা নিয়ে তিনি বলেন, 'এরকম কোনো বার্তা, আমার কাজ পারফর্ম করা। এখন বাকিটা অফিসিয়াল বা যারা বিপিএল টিম করে। কিন্তু জাস্ট আমার কাজ পারফর্ম করা, আমি পারফর্ম করে যাব। আক্ষেপ তো অবশ্যই, আপনার তো আজকে প্রায় পাঁচ-ছয় বছর ধরে বিপিএল ওরকম খেলা হয় না। তো চেষ্টা, অবশ্যই তো আক্ষেপ থাকে। কারণ সবাই খেলে, ওই টাইমে প্র্যাকটিসেরও ফ্যাসিলিটিজ ওরকম থাকে না। তো ওইটা তো একটা বড় আক্ষেপই।'

আরো পড়ুন: সাদমান ইসলাম